Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদ্রিদ ডার্বিতে নেই মোরাতা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : কালই রিয়াল-অ্যাটলেটিকো মহারণ। ‘মাদ্রিদ ডার্বি’র আগে একটা দুঃসংবাদ পেলেন রিয়াল কোচ জিনেদিন জিদান। উইম্বলিতে ইংল্যান্ড-স্পেন প্রীতি ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়েন আলভারো মোরাতা। ফলে আগামী এক মাস তাকে মাঠে দেখা যাবে না। ওদিকে দলের আরেক তারকা করিম বেনজামাও চোটের কারণে মাঠের বাইরে।
গতকাল রিয়াল মাদ্রিদের ওয়েবসাইটে মোরাতার চোটের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক বিবৃতিতে তারা জানায়, ‘সানিতাস লা মোরালেজ হাসাপাতালে ডাক্তারি পরীক্ষা শেষে এটি নিশ্চিত হওয়া গেছে যে, দ্বিতীয় গ্রেডের মাংসপেশীর চোটে পড়েছেন মোরাতা। ফলে তার সুস্থ হয়ে উঠতে কিছুটা সময় লাগবে।’ মোরাতা আগে থেকেই নাকি চোটে ছিলেন। তারপরও স্পেন তাকে বাছাইপর্বে মেসিডোনিয়ার বিপক্ষে ও প্রীতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলিয়েছে। এমন অভিযোগে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছে রিয়াল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদ্রিদ ডার্বিতে নেই মোরাতা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ