মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আক্রমণ ছাড়াই পাকিস্তানকে দাস বানিয়েছে আমেরিকা। দেশটির জনগণ কখনই ‘আমদানি করা সরকার’ মেনে নেবে না বলেও মন্তব্য করেছেন তিনি। -পিটিআই
সাবেক ক্রিকেট তারকা থেকে রাজনীতিক, ৬৯ বছর বয়সী ইমরান খান গত মাসে দেশটির সংসদে বিরোধীদের অনাস্থা ভোটে হেরে ক্ষমতা থেকে বিদায় নেন। স্বাধীন পররাষ্ট্রনীতি মেনে চলায় স্থানীয় রাজনীতিকদের সহায়তায় মার্কিন যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র করে তাকে ক্ষমতাচ্যুত করেছে বলে অভিযোগ করেছেন তিনি। তখন সাবেক এই পাক প্রধানমন্ত্রী দেশটির বিভিন্ন শহরে রাজনৈতিক সমাবেশ করেছেন। এসব সমাবেশে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নেতৃত্বাধীন সরকারকে তিনি ‘দেশদ্রোহী এবং দুর্নীতিগ্রস্ত শাসক’ বলে অভিহিত করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশে বর্তমান সরকার গঠন করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।
তার সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইমরান খান। যদিও যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের বর্তমান সরকার এই অভিযোগ অস্বীকার করেছে। রবিবার পাঞ্জাবের ফয়সালাবাদে আয়োজিত এক সমাবেশে দেওয়া ভাষণে ইমরান খান বলেন, আক্রমণ চালানো ছাড়াই পাকিস্তানকে দাস বানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশের জনগণ কখনই আমদানি করা এই সরকার মেনে নেবে না।
সাবেক এই পাক প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে একটি ‘আত্মকেন্দ্রিক দেশ’ বলে অভিযুক্ত করে বলেছেন, যুক্তরাষ্ট্র কখনই নিজের স্বার্থ ছাড়া অন্য কাউকে সাহায্য করে না। তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের কাছে অর্থ ‘ভিক্ষা’ করবেন, যাতে তিনি (ইমরান খান) ফের ক্ষমতায় আসতে না পারেন। দেশজুড়ে রাজনৈতিক সমাবেশের পাশাপাশি চলতি মাসে ইসলামাবাদ অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছেন ইমরান খান। তবে এই লং মার্চের তারিখ আনুষ্ঠানিকভাবে আগামী ২০ মের পর ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।