Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় আফগানিস্তান : সিরাজুদ্দিন হাক্কানি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মে, ২০২২, ৯:৪৮ এএম

আফগানিস্তানের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানি বলেছেন, তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের অনুসরণ করা কূটনৈতিক রীতিনীতি ও মূল্যবোধের আলোকে যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। সিএনএনের সাথে এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন। আফগানিস্তান এখনো যুক্তরাষ্ট্রকে শত্রু মনে করে কিনা সাক্ষাতকার গ্রহণকারীর এমন প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
হাক্কানি বলেন, দোহা সমঝোতার ব্যাপারে তালেবান প্রতিশ্রুতিবদ্ধ। চুক্তিতে সই হওয়ার পর যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছে। ফলে শত্রু, পরাজয় ইত্যাদি বিষয়গুলোর আর অস্তিত্ব নেই।
তিনি বলেন, জাতি হিসেবে আমরা নিজেদেরকে আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশ মনে করি। আমরা যুক্তরাষ্ট্রসহ সব দেশের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চাই। সূত্র : দি নিউজ ইন্টারন্যাশনাল



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান-যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ