Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

লৌহজংয়ে ইউপি সদস্যর বাড়িতে আগুন, পুড়ে গেছে একটি বসত ঘর

লৌহজং (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ মে, ২০২২, ৮:৪৮ পিএম | আপডেট : ৯:৩০ পিএম, ১৫ মে, ২০২২

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বারের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৫ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পালগাঁও গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মো. বাদল ফকিরের ১টি নতুন বসত টিন কাঠের ঘর পুড়ে ছাই হয়ে গেছে।এ অগ্নিকাণ্ডে নগদ টাকাসহ প্রায় সোয়া ৪ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে।

স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ বাদল ফকিরের বসত ঘরে আগুন লাগে। এ সময় প্রতিবেশিরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণকরার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

এ ব্যপারে ক্ষতিগ্রস্ত পরিবার মো. বাদল মেম্বরের ছেলে পারভেজ জানান, তাদের তালাবদ্ধ ঘরে আগুন লাগে। বাসায় কেউ ছিলোনা। তার আব্বা গত বৃহস্পতিবার সকালে ঢাকায় গিয়েছেন ও তিনি বাহিরে ঘুরতে বেরিয়ে ছিলেন। তিনি আরোও জানান তাদের ঘরে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা ছিলো। আগুনে তাদের ঘরে থাকা ১ লাখ টাকার আসবাবপত্র ও দের লাখ টাকার ঘরটি পুড়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ