Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরের বারও প্রধানমন্ত্রী থাকতে চান মোদি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মে, ২০২২, ১২:০৩ এএম

ভারতে আগামী লোকসভা নির্বাচনের সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বয়স হবে ৭৪ বছর। কিন্তু ২০২৪ সালের লোকসভা ভোটে জিতে এলে তিনি প্রধানমন্ত্রী থাকতে চান, এমন ইঙ্গিত গত বৃহস্পতিবার দিয়েছেন মোদি নিজেই। তিনি বলেছেন, সম্প্রতি একটি বিরোধী দলের একজন বড় নেতার সঙ্গে দেখা হয়েছিল। তিনি আমাকে বললেন- এই দেশের মানুষ আপনাকে দু’বার প্রধানমন্ত্রীর আসনে বসিয়েছে। আর কী চান মোদি আরো বলেন, তার মতে কেউ দু’বার দেশের প্রধানমন্ত্রী হলেই তো সব কিছু পাওয়া হয়ে গেল। কিন্তু মোদি অন্য ধাতু দিয়ে তৈরি। এখন আমার বিশ্রাম নেওয়ার সময় নয়। আমার স্বপ্ন, উন্নয়নমূলক প্রকল্পগুলোকে শতভাগ সফল করে তোলা। সেই ‘বড়’ বিরোধী নেতার নাম তিনি প্রকাশ্যে আনেননি। তবে অনেকেরই ধারণা তিনি এনসিপি প্রধান শারদ পাওয়ার। তবে কে মোদিকে এই কথা বলেছিলেন, তার থেকেও বড় জল্পনার বিষয়, তার ভবিষ্যতে বিশ্রাম নিতে না-চাওয়ার বার্তা। মোদির ঘনিষ্ঠ শিবির চায়, পরের বার ভোটে জিতলে তিনিই প্রধানমন্ত্রী থাকুন। আবার দলের ছোট একাংশ মনে করে, প্রেসিডেন্টের মতো পদে যাওয়া উচিত মোদির। তবে সূত্রের মতে, আলঙ্কারিক কোনো পদ মোদি চাইবেন না। বরং চাইবেন তিন দফার প্রধানমন্ত্রিত্ব সম্পূর্ণ করে নেহরুর সঙ্গে এক আসনে বসতে। এদিকে ২০২৪ সালের ভোটের পরে মোদির বদলে অমিত শাহ প্রধানমন্ত্রী হবেন কি না, এমন জল্পনা সম্প্রতি উস্কে দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী অমিত শাহ, আমার শ্রদ্ধেয় স্বরাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দলের রাষ্ট্রীয় সভাপতি জে পি নড্ডাকে অভিনন্দন জানাই। হিমন্তবিশ্বের তরফে যদিও দাবি করা হয়, মুখ ফস্কেই ওই কথা বলেছিলেন। কিন্তু কংগ্রেসের মতে, সুকৌশলে শাহের নামই মোদির উত্তরসূরি হিসেবে তুলে ধরা হয়েছে। বিজেপি সূত্রের মতে, উত্তর প্রদেশের ভোট হওয়ার আগে অনেকটা জোর দিয়ে বলা যেত, অমিতই মোদির উত্তরসূরি। কিন্তু দ্বিতীয় বার মসনদ দখল করে সেই সমীকরণ পাল্টে দেন যোগি আদিত্যনাথ। মোদি যদি প্রধানমন্ত্রীর আসনে তিন দফা সম্পূর্ণ করেন, উত্তর প্রদেশে আরেকবার ভোট হয়ে যাবে। ফের জিতলে প্রধানমন্ত্রিত্বের দৌড়ে শাহকে পেছনে ফেলে দিতে পারেন আদিত্যনাথ। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী থাকতে চান মোদি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ