Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

থাইল্যান্ডকে হারিয়ে এশিয়ান গেমস হকির ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ মে, ২০২২, ৪:৪৮ পিএম

শনিবার থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে স্বাগদিকদের ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ের ফলে এশিয়ান গেমস হকির বাছাইয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে ছিল লাল সবুজ জার্সিধারীরা।

অবশ্য গ্রুপের দ্বিতীয় ম্যাচ জয়ের পরই এশিয়ান গেমস নিশ্চিত হয়েছে বাংলাদেশ হকি দলের। এখন বাংলাদেশের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার মিশন। সেই মিশনের ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ।

ম্যাচের শুরুতে লিড নিয়েছিল থাইল্যান্ড। ১০ মিনিটে চানাচলের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথম কোয়ার্টারে বাংলাদেশ সেই গোল পরিশোধ করতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারের সাত মিনিটে রোমান সরকার ফিল্ড গোল করে ম্যাচে সমতা আনেন। ২৯ মিনিটে আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোল করলে ২-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

তৃতীয় কোয়ার্টারে পাঁচ মিনিটে আশরাফুল আবার গোল করলেও ম্যাচে বাংলাদেশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়। স্বাগতিকরা আর ম্যাচে ফিরতে পারেনি।আশরাফুলের দুইটি গোলই পেনাল্টি কর্নার থেকে। চতুর্থ কোয়ার্টারের প্রথম মিনিটে রাকিবুল হাসান রকি ফিল্ড গোল করলে স্কোরলাইন ৪-১ হয়।

আগের সেমিফাইনালে ওমান ২-০ গোলে ইন্দোনেশিয়াকে হারিয়েছে। আগামীকাল ফাইনালে বাংলাদেশ ওমানের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকেল তিনটায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হকি

২ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ