Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রুবল অ্যাকউন্ট খুলল আরো ১০টি ইউরোপীয় সংস্থা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মে, ২০২২, ১২:৩২ এএম

রাশিয়ার বিরুদ্ধে ‘অর্থনৈতিক যুদ্ধ’ শুরু করেছে আমেরিকা ও ইউরোপ। ইউক্রেন যুদ্ধে মস্কোকে বেকায়দায় ফেলতে জেলেনস্কি সরকারকে অস্ত্র দিচ্ছে ওয়াশিংটন ও ব্রাসেলস। পালটা জীবাশ্ম জ্বালানিকে হাতিয়ার করেছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। আর এতে ফলও মিলতে শুরু করেছে। এবার পুতিনের দাবি মেনে রুশ তেল কেনার জন্য একপ্রকার বাধ্য হয়ে গ্যাজপ্রম ব্যাংকে রুবল অ্যাকউন্ট খুলেছে দশটি ইউরোপীয় সংস্থা।
ব্লুমবার্গ নিউজ সূত্রে খবর, এখনও পর্যন্ত সবমিলিয়ে ইউরোপের ২০টি সংস্থা গ্যাজপ্রম ব্যাংকে রুবল অ্যাকউন্ট খুলেছে। নতুন খাতা খোলার আবেদন জানিয়েছে ইউরোপের আরো ১৪টি তৈল কোম্পানি। এর ফলে রাশিয়ার হাতে বিপুল অঙ্কের অর্থ আসবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আর মস্কোর আয়ে রাশ টানার লক্ষ্য ছিল আমেরিকা ও ইউরোপের। কিন্তু অপরিশোধিত তেল ও গ্যাস রপ্তানি করে আর্থিক নিষেধাজ্ঞার প্রভাব অনেকটাই খর্ব করতে পারছেন পুতিন। ফলে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যেতে এই মুহূর্তে তাঁকে প্রচণ্ড কোনও সমস্যার মুখোমুখি হতে হবে না।
ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার ওপর একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন। ফলে বিদেশে সঞ্চিত প্রায় ৩০০ বিলিয়ন ডলারের মুদ্রাভাণ্ডারে হাত দিতে পারছে না মস্কো। একইসঙ্গে, রাশিয়ার ব্যাংকগুলোকে আন্তর্জাতিক আর্থিক লেনদেনের ‘সুইফট’ ব্যবস্থা থেকে বাদ দেওয়া হয়। তারপর থেকেই, জ্বালানির দাম রুবলে মেটানোর দাবি জানিয়ে আসছে পুতিন প্রশাসন। গত এপ্রিল মাসে পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাসের জোগান বন্ধ করে দেয় রাশিয়া। রুশ সরকারি তেল ও গ্যাস উৎপাদনকারী সংস্থা ‘গ্যাজপ্রম’ জানিয়ে দেয় যে টাকা না মেলায় পড়শি দুই দেশে গ্যাসের জোগান বন্ধ করে দেয়া হয়েছে।
এহেন পরিস্থিতিতে শর্ত না মানলে গোটা ইউরোপে গ্যাসের জোগান বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এবং মুখে প্রতিবাদ করলেও শর্ত মানতে বাধ্য হয়েছে রুশ জ্বালানির উপর নির্ভরশীল জার্মানি ও অস্ট্রিয়া। জার্মান সংস্থা ইউনিপার আগেই জানিয়েছে, ইতোমধ্যেই ইউরোপে একটি রুশ ব্যাংকের শাখায় তারা অ্যাকাউন্ট খুলছে। তার মাধ্যমেই জ্বালানির দাম মেটানো হবে। একই বার্তা এসেছে অস্ট্রিয়ার জ্বালানি সংস্থা ওএমভিজেএফ-এর তরফেও। সবমিলিয়ে আপাতত পরিস্থিতি পুতিনের পক্ষেই বলে মত অনেকের।

সম্প্রতি জি-৭ দেশগুলো জানিয়েছে, ‘রুশ এনার্জির প্রতি নির্ভরতা ছেড়ে বেরিয়ে আসতে হবে আমাদের। ধাপে ধাপে রাশিয়া থেকে তেল আমদানি করাও বন্ধ করে দেওয়া হবে। তবে এটা সময় সাপেক্ষ ব্যাপার। রুশ তেলের বিকল্প তৈরি করে নেওয়ার সময় দিতে হবে পৃথিবীর অন্যান্য দেশগুলিকে’। ফ্রান্স, কানাডা, জার্মানি, ইটালি, জাপান, ব্রিটেন এবং আমেরিকা যুক্তরাষ্ট্র- এ সাতটি দেশের ফোরাম হল জি-৭। সূত্র : ব্লুমবার্গ।



 

Show all comments
  • Md Serajul Ishlam ১৪ মে, ২০২২, ৫:৪২ এএম says : 0
    পুতিনের জয় হবে ইনশাআল্লাহ
    Total Reply(0) Reply
  • Nurul Amin ১৪ মে, ২০২২, ৫:৪৩ এএম says : 0
    Well done Putine. Teach the colonial rulers. We anticipate want to see Ruble as International currency.
    Total Reply(1) Reply
  • Kamrul Islam ১৪ মে, ২০২২, ৫:৪৪ এএম says : 0
    ডলারে বিকল্প দরকার কারণ ডলারে লেনদেন কারণে তার প্রভাব যে কোন তার দেশের উপর পরে বিশেষ করে পশ্চিমা দেশগুলোর স্বার্থের বিরুদ্ধে গেলে
    Total Reply(0) Reply
  • Tarek Zaman ১৪ মে, ২০২২, ৫:৪৪ এএম says : 0
    রাশিয়া ও চীন দুই দেশের কোন দেশেরই মুদ্রা আন্তর্জাতিকভাবে অতটা খ্যাতি অর্জন করতে পারবে না। সামনে দিন আসতেছে ইজরায়েলের। তারা আমেরিকার মতো বিশ্ব শাসন করবে তাদের মুদ্রা সারা বিশ্বে ডলারের মতই ব্যবহৃত হবে। সারা বিশ্বের যত বড় বড় নেতা নেত্রী আছে সবাই ইজরায়েলের থেকে বুদ্ধি, রাজনীতি অস্ত্র ,প্রযুক্তি সবকিছুরই পরামর্শ নিচ্ছে। আর ইসরাইল সেই পথেই হাঁটছে আমরা সারা বিশ্বের জনগণ সেটা এখনো অতটা টের পাচ্ছি না তাদের মিশন তাদের ভীষণ অনেক সূক্ষ্ম এবং বুদ্ধিমত্তার সাথে এগিয়ে যাচ্ছে। বাকিটা শুধু সময়ের অপেক্ষা।
    Total Reply(0) Reply
  • আবু সাঈদ খুদরী ১৪ মে, ২০২২, ৫:৪৪ এএম says : 0
    মধ্যপ্রাচ্যের দেশগুলোর কারণেই ডলার তথা আমেরিকার এত আধিপত্য। সেই সাথে বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর দুরাবস্থা।
    Total Reply(0) Reply
  • Alauddin Islam ১৪ মে, ২০২২, ৫:৪৫ এএম says : 0
    আমি আশা করি একদিন ডলার বিপরীতে চায়না রাশিয়ার টাকা চলবে পৃথিবীর লেনদেন কেনাবেচা হবে এশিয়া সবকয়টি দেশ এবং রাশিয়া সাথে নিয়ে আরেটি জাতিসংঘ করা সময় এসেছে
    Total Reply(0) Reply
  • Rabiul Islam Rabi ১৪ মে, ২০২২, ৫:৪৫ এএম says : 0
    স্বর্ণের বিনিময়ে রুবল ও ইউয়ান কিনে বাণিজ্য করতে হবে এই শর্ত আসতে দেরি নেই!
    Total Reply(0) Reply
  • Saiful Islam ১৪ মে, ২০২২, ১১:৪৯ এএম says : 0
    আমেরিকা বুঝতে পারছে মোড়লগীরী কাকে বলে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রুবল অ্যাকউন্ট খুলল আরো ১০টি ইউরোপীয় সংস্থা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ