Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অফিসে যোগ দিতে বলায় ৮শ’ কর্মীর পদত্যাগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মে, ২০২২, ১২:৩৩ এএম

কাজে যোগ দিতে অফিসে আসতে বলায় ভারতের হোয়াইটহ্যাট জুনিয়র নামের একটি প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করেছেন কমপক্ষে ৮০০ কর্মী। আরও কর্মী পদত্যাগ করার প্রস্তুতি নিচ্ছেন। এ খবর দিয়ে অনলাইন এনডিটিভি বলছে, এসব কর্মীকে গত ১৮ই মার্চ ইমেইলে একটি চিঠি পাঠানো হয়েছিল। তাতে তাদেরকে এক মাসের মধ্যে কাজে যোগ দিতে বলা হয়। কিন্তু জবাবে স্বেচ্ছায় ওই কর্মীরা পদত্যাগ করেছেন। তারা বাড়িতে বসেই কাজ করতে অভ্যস্ত হয়ে উঠেছেন। বলেছেন, অফিসে যাওয়া-আসা করলে তাতে পকেট থেকে অর্থ খরচ হয়। বাড়িতে বসে কাজ করলে তা হয় না। উল্লেখ্য, হোয়াইটহ্যাট জুনিয়র হলো একটি কোডিং শিক্ষা বিষয়ক প্লাটফরম। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অফিসে যোগ দিতে বলায় ৮শ’ কর্মীর পদত্যাগ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ