নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : ম্যাচ শেষে দলের প্রতিনিধি সাংবাদিকদের মুখোমুখি হন, এটাই নিয়ম। কিন্তু কলম্বিয়ার বিপক্ষে জয়ের পর ২৫ জনের দলসহ সংবাদমাধ্যমের মুখোমুখি লিওনেল মেসি। এসেই ঘোষণা দিলেন সাংবাদিকদের সাথে কথা না বলার। এমনিতেই সময়টা মোটেও ভালো যচ্ছিল না আর্জেন্টিনা ফুটবল দলের। এর ওপর খেলোয়াড়রা সংবাদমাধ্যমের নেতিবাচক মন্তব্যের লক্ষবস্তু হলে কারই বা ভালোলাগে। মেসিদের অভিযোগটা তেমনি। জাতীয় দলের সতীর্থ অ্যাজেকুয়েল লাভেজ্জিকে নিয়ে মিথ্যে সংবাদ রচনা করার প্রতিবাদ জানাতেই এই পন্থা বেছে নেয় আর্জেন্টিনা দল। কলম্বিয়ার বিপক্ষে অবশ্য লাভেজ্জি দলে ছিলেন না। এক সাংবাদিক টুইটারে মন্তব্য লেখেন, অনুশীলন শেষে গাঁজা সেবনের কারণেই নাকি দল থেকে বাদ পড়েছেন লাভেজ্জি। এমন মন্তব্যের প্রতিবাদে দলের পক্ষ থেকে মেসি বলেন, ‘আমরা এখানে আপনাদের জানাতে এসেছি যে, আমরা আপনাদের সঙ্গে আর কথা বলব না। লাভেজ্জির বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মারাত্বক। আমরা দুঃখিত যে এটা (মিডিয়া বয়কট) আমাদের করতে হয়েছে। কিন্তু এ ছাড়া আমাদের কিছুই করার নেই। আমরা এও জানি আপনাদের অনেকেই এই কাজের সাথে জড়িত না।’ পরিবারের সদস্যদের কষ্ট পাওয়া ও তার ক্যারিয়ার হুমকির ঝুঁকিতে পড়ায় ওই সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন লাভেজ্জি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।