Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরে দাঁড়ালেন মার্শ!

প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : যেভাবে একের পর এক অভিযোগের তীর ধেয়ে আসছিল তাতে এই ছাড়া কি-ই বা করার ছিল রডনি মার্শের? ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন রনডি মার্শ। তার পদত্যাগ পত্র গৃহীত হয়েছে ও তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।
শ্রীলঙ্কা থেকে ৩-০তে ধবলধোলাই হয়ে আসার পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দুই ম্যাচেই অসহায় আত্মসমার্পণ। এর মধ্যে ৮৫ রানে অলআউট ও ইনিংস ব্যবধানে হারের মতো লজ্জাও আছে। তিন ম্যাচের সিরিজে এখন অজি দল দাঁড়িয়ে আরেকটি ধবলধোলাইয়ের সামনে। ওদিকে ওয়ানডেতেও টানা ৫ ম্যাচ কোনো জয় নেই। দলের এমন দুর্দশায় প্রধান নির্বাচকের দিকে তো অভিযোগের তীর ধেয়ে আসাটাই স্বাভাবিক। তবে কারো চাপে নয়, নিজেই ব্যর্থতার দায় কাঁধে নিয়ে পদত্যাগ করছেন বলে জানান ৬৯ বছর বয়সী সাবেক অজি উইকেটকিপার মার্শ, ‘আমি নিজেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি, ক্রিকেট অস্ট্রেলিয়া বা এর সাথে সংশ্লিষ্ট কারো চাপে নয়।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সরে দাঁড়ালেন মার্শ!

১৭ নভেম্বর, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ