নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : লাতিন আমেরিকায় যখন চলছে বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি, একই সময়ে পরশু রাতে প্রীতি ম্যাচ চলছে ইউরোপে। খাতা-কলমে ম্যাচ গুরুত্বহীন হলেও জয়-পরাজয়ের প্রশ্নে তো জয়-ই সবার কাছে কাম্য। এছাড়াও কিছু ব্যাপার তো থাকেই। ইতালি-জার্মানির ম্যাচে যেমন সব আলো ছিল রেকর্ডবয় জিয়ানলুইজি বুফনের দিকে। আর স্পেন-ইংল্যান্ডের ম্যাচ ইংলিশদের জন্য তো বিয়োগান্তক-নাটকেরই জন্ম দিল।
প্রথমার্ধের শুরুতে অ্যাডাম ললনার পেনাল্টিতে ও দ্বিতীয়ার্ধের শুরুতে জেমি ভার্ডির গোলে ওয়েম্বলি স্টেডিয়ামে নিশ্চিত জয়ের প্রতীক্ষায় করছিল ইংলিশরা। জয় নিশ্চিত জেনে ভিড় এড়াতে অনেকে স্টেডিয়াম ছেড়ে বেরিয়েও পড়েন আগেভাগে। কে জানত ৮৯ মিনিট পর্যন্তও ২-০ গোলে এগিয়ে থাকা দলকে মাঠ ছাড়তে হবে ড্রয়ের হতাশা নিয়ে! ৯০তম মিনিটে স্বাগতিক শিবিরে প্রথম আঘাতটা হানেন সেল্টা ডি ভিগোর ফরোয়ার্ড ইয়াগো অসপাস। যোগ করা সময়েরও শেষ মিনিটে ইংলিশদের হৃদয় ভাঙেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ইসকো।
ইতালি-জার্মানি ম্যাচটি ইতালির কাছে ছিল প্রতিশোধের। গেল ইউরো থেকে জার্মানির কাছে টাইব্রেকারে হেরেই তো বিদায় নিতে হয়েছিল ইতালিকে। ম্যাচ শুরুর আগে প্রতিশোধের সুর দিয়েছিলেন ইতালি কোচ। কিন্তু ঘরের মাঠে বাগে পেয়েও বিশ্বচ্যাম্পিয়নদের হারাতে পারল না ইতালি। ম্যাড়মেড়ে ম্যাচটি ড্র হয়েছে গোলশূন্য থেকেই।
ম্যাচটি ছিল ইতালির ৩৮ বছরের ‘তরুণ’ গোলকিপার জিয়ানলুইজি বুফনের। জাতীয় দলের হয়ে এটি ছিল তার ১৬৭তম ম্যাচ। স্প্যানিশ গোলকিপার ইকার ক্যাসিয়াসের সাথে জাতীয় দলের হয়ে ইউরোপীয়ানদের মধ্যে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড এখন বুফনের। সর্বোচ্চ ম্যাচ খেলার বিশ্বরেকর্ড মিসরের আহমেদ হাসানের, ১৮৭টি। ইতিহাসের অংশ হতে পেরে নিজের অনুভূতি জানিয়ে বুফন বলেন, ‘ ১৯৯৭ সালে ইতালির হয়ে আমার যখন অভিষেক হয় তখন এটা ছিল শুধুই স্বপ্ন।’
ওদিকে আইভরি কোস্টের সাথে গোলশূন্য ড্র করেছে ফ্রান্সও।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।