Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ থেকে চট্টগ্রাম পর্ব : হোমে ছন্দে ফিরতে চায় ভাইকিংস

প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ২:৫২ পিএম, ১৭ নভেম্বর, ২০১৬

বিশেষ সংবাদদাতা : ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে কি দুর্দান্ত শুরুই না করেছিল চিটাগাং ভাইকিংস। তবে মাশরাফির দলকে হারিয়ে তামীমদের উৎসবটা ফিকে হয়ে গেছে পরবর্তীতে।  টানা তিন ম্যাচ হেরে এখন দুরূহ পরিস্থিতির মুখে দাঁড়িয়ে চিটাগাং ভাইকিংস। পেমেন্ট নিয়ে নেই কোনো অভিযোগ, মালিকপক্ষ দলের সব দাবি মেটাচ্ছে। চিটাগাং ভাইকিংস  ফ্রাঞ্চাইজির মুখে হাসি ফোটাতে তাই প্রত্যয়ী দলটি। আজ থেকে বিপিএলের চট্টগ্রাম পর্বে সব আলো পড়ছে চিটাগাং ভাইকিংসের ওপর, বন্দরবাসীর সমর্থনে তাই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে দলটি। পয়েন্ট তালিকায় সেরা ৪-এ চট্টগ্রামে নিজেদের ৪টি ম্যাচকে টার্গেট করেছে চিটাগাং ভাইকিংস। আজ ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ম্যাচ দিয়ে চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচে অবতীর্ণ হওয়ার আগে সেই লক্ষ্যের কথাই জানিয়েছেন চিটাগাং ভাইকিংস টপ অর্ডার এনামুল হক বিজয়Ñ ‘ঢাকায় আমরা বেশ কিছু ভুল করেছি। কিছুটা দুর্ভাগাও বলা চলে। আমাদের সর্বশেষ তিনটা ম্যাচ ভালো যায়নি।  চট্টগ্রাম পর্ব যেন ভালো কাটে এমন কিছু করতে চেষ্টা করব। এখানে চারটা ম্যাচ আছে। তাই এখনো সুযোগ আছে। এই চারটির মধ্যে যদি তিনটি ম্যাচ জিততে পারি, তাহলে ঘুরে দাঁড়াতে পারব। আশা করছি চট্টগ্রামে ভালো কিছু করে ঢাকায় ফিরতে পারব।’
ঢাকা পর্বে হেরে যাওয়া তিনটি ম্যাচের মধ্যে ২টিতে চিটাগাং ভাইকিংস শেষ ওভারে করেছে হতাশ। ব্যাটসম্যানদের বার্তা পাঠিয়েও লাভ হয়নি বলে ভীষণ বিরক্তি প্রকাশ পেয়েছে অধিনায়ক তামীমের কণ্ঠে। চট্টগ্রাম পর্বে তাই ঢাকার ভুল শুধরে পরিস্থিতি অনুযায়ী খেলতে চান এনামুল হক বিজয়Ñ ‘সত্যি কথা বলতে কি, আমরা শেষ দিকে এসে হেরে গেছি। শেষ দুই ওভার বা এক ওভারের মধ্যে হেরে যাচ্ছি। আশা করব, শেষের ওভারগুলো পরিস্থিতি বুঝে খেলতে।’
বিপিএলের অভিষেক আসরের পারফরম্যান্সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে বিজয়ের। ছন্দ হারানো সেই বিজয় নিজেকে ফিরে পেতে বিপিএলের চলমান আসরের অবশিষ্ট ম্যাচগুলোকে নিয়েছেন বেছেÑ ‘নিজেকে  দুর্ভাগাই বলব। দুই ম্যাচে রান আউট হয়েছি, এক ম্যাচে ভালো করতে পারিনি। এখনো ৮টা ম্যাচ আছে। সুযোগ আছে ভালো কিছু করার। এখনো সুযোগ হাতছাড়া হয়নি।’ চট্টগ্রামে সর্বশেষ ওয়ানডে ম্যাচে হয়েছে বড় স্কোর। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএল মাতাবে ব্যাটসম্যানরা, এমন আভাসই দিয়েছেন বিজয়।
এদিকে চিটাগাং ভাইকিংস যখন ছন্দে ফিরতে প্রত্যয়ী, তখন ঢাকা ডায়নামাইটস পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রাখতে চায়। ঢাকায় ৪ ম্যাচে ৩ জয়ে নেট রান রেটে সবাইকে টপকে শীর্ষে থাকা দলটি স্পিন অল রাউন্ডার নাসির হোসেন সে লক্ষ্যের কথাই জানিয়েছেনÑ ‘আমরা এখন এক নম্বর দল হিসেবে পয়েন্ট টেবিলে আছি।  এক নম্বর থেকেই চট্টগ্রাম পর্ব শেষ করতে চাই।’
রাজধানীর ক্রিকেট সমর্থকদের সমর্থনে ঢাকায় ৪ ম্যাচ খেলে আজ প্রতিকূল পরিবেশে খেলতে হবে ঢাকা ডায়নামাইটসকে। যেখানে বন্দরনগরীর ক্রিকেট সমর্থকরা হবেন আজ ঢাকা ডায়নামাইটসের প্রধান প্রতিপক্ষ। তবে সাকিব-তামীমের লড়াইকে ঘিরে অন্য উত্তাপ পাওয়া ম্যাচে প্রতিপক্ষ দলের দর্শক সমর্থন নিয়ে মোটেও উদ্বিগ্ন নন ঢাকা ডায়নামাইটসের এই অল রাউন্ডারÑ ‘হোম টিমের সঙ্গে খেলা, বিষয়টাকে আমরা ওভাবে দেখছি না। এটা আমাদের কাছে আর একটা ম্যাচ। আমাদের প্রস্তুতিও ভালো।’
সর্বশেষ ম্যাচে খেলেছেন তিন নম্বরে। করেছেন পারফর্ম। তার ছন্দে ফেরা ইনিংসে (৩৫ বলে ৪৩) সহজে জিতেছে ঢাকা। রানে ফিরে ফেলছেন স্বস্তির নিঃশ্বাস। তবে নিউজিল্যান্ড সফরের ঘোষিত দলে বিবেচ্য না হওয়ায় নিজেকে প্রমাণের তাগিদ থেকেই বিপিএলে করছেন পারফর্ম, তা মনে করছেন না নাসিরÑ ‘রান  যেখানেই করি না কেন, তাতে ভালো লাগবেই। ১১ নম্বরে নেমেও রান করলে  ভালো লাগত। নিজেকে প্রমাণ করার কিছুই নেই। আমি তো আর বাচ্চা নই যে, নিজেকে প্রমাণ করতে হবে! আমার কাজ হচ্ছে রান করে ম্যাচ জেতানো। আমি এটাই করছি।’
এদিকে সন্ধ্যা পৌনে ৬টায় ফ্লাড লাইটের আলোয় মুশফিকের বরিশাল বুলস ভার্সেস শহীদ আফ্রিদির রংপুর রাইডার্স ম্যাচটিও দু’দলের হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ। পয়েন্ট তালিকায় ঢাকার পেছনে ছুটতে থাকা (৪ ম্যাচে ৬ পয়েন্ট) বরিশাল বুলস ঢাকার ছন্দ চট্টগ্রামেও ধরে রাখতে বদ্ধপরিকর। সে ঘোষণাই দিয়েছেন ফর্মের তুঙ্গে থাকা বরিশাল বুলস টপ অর্ডার শাহরিয়ার নাফিসÑ ‘ঢাকায় যে ধারাবাহিকতা ছিল, চট্টগ্রামেও সেই ধারাবাহিকতা অক্ষুণœ রাাখতে চাই।’ রংপুর রাইডার্সের বাঁ-হাতি স্পিনার আরাফাত সানি  বোলারদের ছন্দে থাকাকে দলের জন্য প্লাস পয়েন্ট মনে করছেনÑ ‘আমাদের দলের বোলাররা সবাই খুব রিদমে আছে। ব্যাটসম্যানরা  সেভাবে ব্যাটিংয়ের সুযোগ পাননি। আশা করছি চট্টগ্রামে ব্যাটসম্যানরা রান ফিরে পাবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আজ থেকে চট্টগ্রাম পর্ব : হোমে ছন্দে ফিরতে চায় ভাইকিংস
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ