মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তাইওয়ানের বিরুদ্ধে চীনের যে কোনো ধরনের হুমকি মোকাবিলায় তাইপের সামরিক খাত শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর থেকেই তাইপেকে মার্কিন ক্ষেপণাস্ত্র, হেলিকপ্টার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে চাপ প্রয়োগ করছে বাইডেন প্রশাসন। তাইওয়ানও নিজের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনতে সম্মত বলে দাবি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের। অন্যদিকে, তাইপে ইস্যুতে কোনো পদক্ষেপ নিলে ওয়াশিংটনকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ার করেছে বেইজিং। খবর দ্যা নিউইয়র্ক টাইমসের। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকেই তাইওয়ানের সামরিক খাতের দিকে নজর যুক্তরাষ্ট্রের। অদূর ভবিষ্যতে চীনের অন্তর্গত স্বায়ত্তশাসিত এ অঞ্চলটিতে বেইজিং সামরিক অভিযান চালাতে পারে বলেও আশঙ্কা তাইপে ও ওয়াশিংটনের। শনিবার তাইপে ইস্যুতে যুক্তরাষ্ট্রের তৎপরতা নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস। এতে বলা হয়, চীন সেনা অভিযান চালালে তা প্রতিহত করতে তাইওয়ানের সামরিক বাহিনীর সক্ষমতা কতটুকু তা যাচাইয়ে কাজ করছেন মার্কিন সেনাবাহিনীর শীর্ষ স্থানীয় কর্মকর্তারা। মার্কিন কর্মকর্তারা মনে করেন, পর্যাপ্ত অস্ত্র থাকলে সীমিত সংখ্যক সেনা সদস্য নিয়েও চীনের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারবে তাইওয়ান। এমনকি যুদ্ধ শুরু হলে জয়ী হবার সম্ভাবনাও রয়েছে তাদের। তবে সেক্ষেত্রে আধুনিক অস্ত্র প্রয়োজন পড়বে তাইপের। এক্ষেত্রে তাইওয়ানকে এরইমধ্যে অত্যাধুনিক সমরাস্ত্র সরবরাহের পরিকল্পও হাতে নিয়েছে যুক্তরাষ্ট্র। নিজেদের তৈরী ক্ষেপণাস্ত্র, হেলিকপ্টার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে তাইপের ওপর যুক্তরাষ্ট্র চাপ প্রয়োগ করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। অন্যদিকে, সম্ভাব্য চীনা হামলা ঠেকাতে তাইওয়ানও যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনতে সম্মত বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। দেশটির কাছ থেকে অত্যাধুনিক আব্রাম ট্যাংক, ই-টু ডি যুদ্ধ বিমান ও রকেট লঞ্চার কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে তাইপে। এই যখন অবস্থা তখন, তাইপে ইস্যুতে ওয়াশিংটনকে আবারও সতর্ক করে দিয়েছে বেইজিং। শনিবার এক সংবাদ সম্মেলনে চীনা উপ পররষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মার্কিন নিষেধাজ্ঞায় ভীত নয় বেইজিং। রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র যে ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে, তা চীনের ওপর জারি করা হলে ওয়াশিংটনকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন চীনা উপ পররষ্ট্রমন্ত্রী। নিউ ইয়র্ক টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।