Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ নিরর্থক: এসসিএমপি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ মে, ২০২২, ৭:২০ পিএম

সাউথ চায়না মর্নিং পোস্ট সম্প্রতি এক প্রবন্ধে জানায়, চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ নিরর্থক ও বিপরীতমুখী আচরণ। চীনের উপর সেদেশের নির্ভরতা পরিবর্তিত না হওয়া ছাড়া, এটি বিশ্বব্যাপী সরবরাহ চেইনকে আরও জটিল ও ভঙ্গুর করে তুলেছে।

প্রবন্ধে বলা হয়, দু’দেশের বাণিজ্যযুদ্ধ থেকে নিঃসন্দেহে পরামর্শদাতা, আইন সংস্থা ও শিপিং কোম্পানিগুলো উপকৃত হবে। তারা শুল্ক এড়ানোর উপায় খুঁজে পেতে চীনা রপ্তানিকারক এবং মার্কিন আমদানিকারকদের সহায়তা করছে। তবে এসব কারণে বিশ্বব্যাপী সরবরাহ চেইন আরও জটিল ও ভঙ্গুর হয়েছে।

প্রবন্ধে বলা হয়, বাস্তবতা থেকে প্রমাণিত হয়েছে যে, যুক্তরাষ্ট্র চীন থেকে আমদানিকৃত পণ্যের ওপর নির্ভর করে। যুক্তরাষ্ট্রের জনসংখ্যা জরিপ ব্যুরোর পরিসংখ্যান থেকে দেখা যায়, চীন থেকে যুক্তরাষ্ট্রের আমদানির মূল্য এবং বাণিজ্য ঘাটতি উভয়ই মহামারীর আগের অবস্থায় ফিরে গেছে।

প্রবন্ধে আরও বলা হয়, বেশিরভাগ অর্থনীতিবিদ একমত যে, চীনের উপর মার্কিন শুল্ক ব্যবস্থা অকার্যকর। চীনের উপর প্রত্যক্ষ বা পরোক্ষ শুল্ক আরোপ মার্কিন ভোক্তাদের ক্ষতিগ্রস্ত করে। সবচে খারাপ বিষয় হলো, এটি যুক্তরাষ্ট্রে প্রায় ২ লাখ ৪৫ হাজার চাকরির সুযোগ হারিয়েছে ও মুদ্রাস্ফীতি বাড়িয়েছে। প্রবন্ধে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বুঝতে হবে যে, এই বাণিজ্যযুদ্ধে কোনও বিজয়ী পক্ষ নেই এবং এখন হাল ছেড়ে দেয়ার সময় হয়েছে। সূত্র: সিআরআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ