Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশে জাতিসংঘের নতুন আবাসিক সমন্বয়কারী জিন লুইস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ মে, ২০২২, ৭:১৯ পিএম

বাংলাদেশে জাতিসংঘের নতুন আবাসিক সমন্বয়কারী নিযুক্ত হয়েছেন জিন লুইস। বাংলাদেশ সরকারের সম্মতির পর জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সোমবার আমেরিকার নিউইয়র্কে সংস্থার সদর দপ্তর থেকে এই নিযুক্তির ঘোষণা দেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
আয়ারল্যান্ডের নাগরিক জিনের ২০ বছর জাতিসংঘ ও আন্তর্জাতিক রেডক্রসসহ বিভিন্ন সংস্থার হয়ে কসভো, তাজিকিস্তান, আফগানিস্তান, আলবেনিয়াসহ বিভিন্ন দেশে আন্তর্জাতিক উন্নয়ন, শান্তি বিনির্মাণ ও মানবিক বিষয়ে কাজের অভিজ্ঞতা আছে। নতুন নিযুক্তির আগে ফিলিস্তিনের পশ্চিম তীর জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থায় (ইউএনরাওয়া) পরিচালক পদে ছিলেন।
আমেরিকার সানফ্রান্সিসকো স্টেট বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রিধারী জিন যুক্তরাজ্যের কেন্ট বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও ইউরোপিয়ান স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ইংরেজি ছাড়াও তিনি ফরাসি ভাষায় পারদর্শী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ