গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীতে নতুন কৌশলে আসছে ইয়াবা। এবার কক্সবাজার থেকে সাব-মার্সিবল পাম্পের ভেতরে করে অভিনব কায়দায় কুরিয়ার কোম্পানির মাধ্যমে ঢাকায় ইয়াবা নিয়ে আসে একটি চক্র।
পরে চক্রের সদস্যরা ইয়াবা বিভিন্ন এলাকায় বিক্রি করেন। গতকাল সোমবার যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকা থেকে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি। গ্রেপ্তাররা হলেন-মো. ফয়সাল, মো. মিরাজুল ইসলাম মিঠু, হযরত আলী ও শামছুল আলম। এ সময় তাদের কাছ থেকে ১১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহবুবুল হক সজীব বলেন, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
গ্রেপ্তাররা জিজ্ঞাসাবাদ জানান, তারা সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে সাব-মার্সিবল পাম্পের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে ঢাকায় ইয়াবা নিয়ে আসেন। এক্ষেত্রে তারা এসএ পরিবহন মাধ্যম হিসেবে ব্যবহার করেন। ঢাকায় এনে বিভিন্ন এলাকায় তারা ইয়াবা বিক্রি করেন। চক্রটির বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে।
চক্রের বাকিদের গ্রেপ্তারের জন্য চেষ্টা করা হচ্ছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।