Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

দুই দশকে প্রথম ‘ডাবল’!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১০ মে, ২০২২, ১২:০১ এএম

২০০৩ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক। আড়াই বছর পর টেস্টেও পা রেখেছেন। ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও এখনো দাপটে কাউন্টি ক্রিকেট খেলছেন অ্যালিস্টার কুক। নামের আগে এখন ‘স্যার’ উপাধিও বসেছে। নাইটহুডপ্রাপ্ত এই ইংলিশ উদ্বোধনী ব্যাটসম্যান ক্যারিয়ারের ২০তম বছরে এসে পেলেন জোড়া শতকের দেখা! গতপরশু ঘরের মাঠে ইয়র্কশায়ারের বিপক্ষে ১০২ রানে অপরাজিত ছিলেন এসেক্সের কুক। প্রথম ইনিংসেও ১০৭ রান করেছিলেন ৩৭ বছর বয়সী বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান। ৩৩টি শতক নিয়ে ২০১৮ সালে টেস্ট থেকে অবসর নিয়েছেন কুক। তবে লাল বলের ক্রিকেটে ইংল্যান্ডের সেরা ওপেনার এখনো যে তিনিই, সেটা অবসরের প্রায় চার বছর পরও বুঝিয়ে দিচ্ছেন কাউন্টিতে। গত চার মৌসুমেই কাউন্টিতে ৪০ ম্যাচ খেলেছেন। ৭৫ ইনিংসে আড়াই হাজারের বেশি রান করেছেন। আছে ৯টি শতক ও ১১টি অর্ধশতক।

২০১৯ ও ২০২০ সালে গড় ৫০-এর নিচে নামতে দেননি। সে তুলনায় গত মৌসুমটা একটু খারাপ কেটেছে। ১৯ ইনিংসে মাত্র ৬১১ রান পেয়েছেন ৩২.১৫ গড়ে। এবার সেটা ভুলিয়ে দিচ্ছেন দারুণ ঢঙে। মৌসুমের প্রথম ইনিংসেই কেন্টের বিপক্ষে শতক পেয়েছেন। সমারসেটের বিপক্ষে পরের ম্যাচে অর্ধশতক। পরের দুই ম্যাচের চার ইনিংসে অবশ্য ৫০–এর দেখা পাননি। গত ৫ মে ইয়র্কশায়ারের আমন্ত্রণে ব্যাট করতে নেমেই দুঃখ ঘুচেছে তার। প্রথম দিনেই ১০৭ রান তুলেছেন। আর কাল ম্যাচের শেষ দিনে খেলা শেষ হওয়ার আগে অপরাজিত ছিলেন ১০২ রানে।
এতে অবশ্য একটুর জন্য একটি রেকর্ডের পোডিয়ামে ওঠার সুযোগ হাতছাড়া হয়েছে। এই শতকটি ছিল প্রথম শ্রেণির ক্রিকেটে কুকের ৭২তম। অর্থাৎ জোড়া শতক পাওয়ার আগে ক্যারিয়ারের আরও ৭০টি শতক করেছেন কুক। কিন্তু এ ক্ষেত্রে তার চেয়ে দীর্ঘ অপেক্ষায় ছিলেন চারজন। প্রথম শ্রেণির ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ রান প্যাটসি হেনড্রেনের। শতকেও তার চেয়ে এগিয়ে মাত্র একজন। প্রথম শ্রেণির ক্রিকেটে চোখ কপালে তোলা ১৭০টি শতক তার। তবে প্রথম ৮৪ শতক কখনো একই ম্যাচের দুই ইনিংসে ছিল না তার। তার সময়কার আরেক ইংলিশ ব্যাটসম্যান জন হিয়ারনি। ৯৬টি প্রথম শ্রেণির শতক তার। অথচ জোড়া শতকের দেখা পেয়েছেন ৮২ ও ৮৩তম শতক মিলিয়ে।
তিনে থাকা নামটি বেশ পরিচিত। ক্রিকেটে প্রায় অভাবনীয় এক কাজ করেছিলেন গ্রাহাম গুচ। টেস্টের এক ইনিংসে ত্রিশতকের পর দ্বিতীয় ইনিংসেও শতক পেয়েছিলেন। ভারতের বিপক্ষে সে কীর্তির আগে প্রথম শ্রেণিতেই তার কোনো জোড়া শতক ছিল না! অথচ প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগেই তার ৭৭টি শতক ছিল। চারে গিয়ে ইংল্যান্ডের বাইরের কারও জায়গা হয়েছে। পাকিস্তানের মাজিদ খানের জোড়া শতক তার ক্যারিয়ারের ৭২ ও ৭৩তম শতক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুই দশকে প্রথম ‘ডাবল’
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ