Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজনীতির বাইরে থাকতে চায় পাকিস্তান সেনাবাহিনী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ মে, ২০২২, ১২:০২ এএম

পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে বলেছে, পাকিস্তান সেনাবাহিনীকে রাজনীতির বাইরে রাখুন। রোববার এমন সংবাদ প্রকাশ করেছে দ্যা এক্সপ্রেস ট্রিবিউন। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে রাজনীতিবিদ, সাংবাদিক ও বিশ্লেষকদের হুঁশিয়ারি দিয়ে বলা হয় যে দেশের ভালোর জন্য সেনাবাহিনীকে রাজনীতিতে জড়াবেন না। এ সময় আরো বলা হয় যে পাকিস্তান সেনাবাহিনী ও তার নেতৃবৃন্দকে রাজনীতি সাথে সম্পৃক্ত করা খুবই ক্ষতিকর। এ বিষয়ে রোববার এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ বলেছে, বর্তমানে পাকিস্তানে দেশটির সেনাবাহিনী ও তার নেতৃবৃন্দকে রাজনীতি সাথে জড়াতে ইচ্ছাকৃতভাবে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। এক্ষেত্রে কিছু রাজনৈতিক নেতা, সাংবাদিক ও বিশ্লেষক বিভিন্ন জনসমাবেশে অন্যায়ভাবে পাকিস্তান সেনাবাহিনী ও তার নেতৃবৃন্দকে সরাসরি
রাজনীতি সাথে সম্পৃক্ত করছে। দ্যা এক্সপ্রেস ট্রিবিউন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ