মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতে নিষিদ্ধ একটি গ্রুপ ‘খালিস্তান’ গণভোটের ডাক দিয়েছে। রবিবার হিমাচল রাজ্যের প্রাদেশিক পার্লামেন্ট ভবনে উসকানিমূলক কর্মকাণ্ডের পর রাত থেকে পার্বত্য রাজ্যটিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। আন্তঃরাজ্য সীমান্ত বন্ধ করে দিয়ে বসানো হয়েছে পুলিশের ব্যারিকেড। রাজ্যের হোটেলসহ সম্ভাব্য গোপন আস্তানাগুলোতে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। বাড়ানো হয়েছে গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা। ভারতে নিষিদ্ধ ঘোষিত গ্রুপ শিখস ফর জাস্টিস (এসজেএফ) আগামী ৬ জুন হিমাচল প্রদেশে গণভোট আয়োজনের ঘোষণা দেওয়ার পর নতুন করে নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারি আদেশে প্রতিবেশী কয়েকটি রাজ্যে খালিস্তানপন্থী সাম্প্রতিক কয়েকটি ঘটনার কথাও উল্লেখ করা হয়েছে। রবিবার হিমাচলের প্রাদেশিক পার্লামেন্ট ভবনের গেটে ও বাউন্ডারি ওয়ালে ‘খালিস্তানের’ পতাকা মোড়ানো পাওয়া যায়। খালিস্তানপন্থী গ্রাফিতিও দেখা যায়। এরপরই ঘটনা তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। রাজ্য পুলিশ জানিয়েছে, এই ঘটনায় পাঞ্জাব থেকে আসা পর্যটকেরা জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।