বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় চার্জার ভ্যানে থাকা বিমল মার্ডী (৩৬) নামের এক যাত্রী নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে ভ্যানের চালকসহ আরো এক যাত্রী।
রবিবার রাতে উপজেলার বগুড়া-দিনাজপুর মহাসড়কের চন্ডিপুর নামক এলাকায় মোজাম্মেল হক মেম্বার এর চাতালের সামনে এই ঘটনা ঘটে।
নিহত বিমল মার্ডী দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার জয়নগর গ্রামের সুধীর মার্ডীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত বলেন,গেলো রাতে বিরামপুর বাজার থেকে চার্জার ভ্যান যোগে বাড়িতে ফিরছিলেন বিমল মার্ডী ও জীবন মার্ডী। বাড়িতে যাবার পথে উপজেলার চন্ডিপুর নামক স্থানে পৌঁছিলে পিছন দিকে আসা একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই ছিটকে পড়ে গিয়ে বিমল মার্ডী মারা যায়। এছাড়াও গুরুতর আহত হয় ভ্যান চালক মতিয়ার রহমান ও জীবন মার্ডী।পরে সেখান থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
তিনি আরো বলেন,ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে।তবে ট্রাকের ড্রাইভার হেলপার পলাতক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।