Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনের প্রেসিডেন্ট ও জার্মান চ্যান্সেলরের ভিডিও বৈঠক অনুষ্ঠিত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ মে, ২০২২, ৫:৫২ পিএম

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের ভিডিও বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে শি জিনপিং বলেন, চীন ও জার্মানি উভয় গুরুত্বপূর্ণ প্রভাবশালী দেশ। বর্তমান পরিস্থিতিতে দু’দেশের উচিত দ্বিপক্ষীয় সম্পর্কের স্থিতিশীল ও সুষ্ঠু উন্নয়ন বজায় রাখা; যা দু’দেশ এবং বিশ্বের শান্তি ও নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

জিনপিং জোর দিয়ে বলেন, গত ৫০ বছরে চীন ও জার্মানি উচ্চ মানের উন্নয়ন বজায় রেখেছে। দু’দেশ বাস্তব-ভিত্তিক সহযোগিতার মাধ্যমে যৌথ উন্নয়ন বাস্তবায়ন করেছে। দু’দেশের উচিত জলবায়ু পরিবর্তন মোকাবিলা করা, সামষ্টিক আর্থিক নীতি, আর্থিক স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা এবং শিল্প চেইন ও সরবরাহ চেইনের স্থিতিশীলতাসহ বিভিন্ন ইস্যুতে সংলাপ করা। চীন উন্নয়নের নতুন কাঠামো গঠন করছে, যা জার্মানিসহ বিভিন্ন দেশের জন্য কল্যাণকর।

জিনপিং আরো বলেন, চীন ও ইইউ সার্বিক কৌশলগত অংশীদার। চীন ও ইইউ পরস্পরের সুহৃদ। দু’পক্ষের অভিন্ন স্বার্থ মতভেদের চেয়ে বেশি। দু’পক্ষের উচিত পারস্পরিক সম্মান করা, যোগাযোগ জোরদার করা ও আস্থা বাড়ানো। দু’নেতা ইউক্রেন পরিস্থিতি নিয়েও গভীরভাবে মতবিনিময় করেন। সূত্র: সিআরআই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বৈঠক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ