Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিনটি হাসপাতালে হামলা

প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ার আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় গত দুই দিনে আওয়াইজেল এলাকায় তৃতীয় আরেকটি হাসপাতালে বিমান হামলা হয়েছে বলে জানিয়েছে, ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’। সিরিয়ার গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থাটি জানায়, গত মঙ্গলবার প্রথম প্রহরে আলেপ্পোর পশ্চিমের বিদ্রোহী নিয়ন্ত্রিত আওয়াইজেল অঞ্চলে বাগদাদ হাসপতালে বিমান হামলায় অন্তত একজন নিহত এবং হাসপাতালকর্মী ও রোগীসহ কয়েকজন আহত হয়েছে। এরমাত্র কয়েকঘণ্টা আগে আরও দুটি হাসপাতালে বিমান হামলা হয়। গত সোমবার কাছের কাফরনাহায় একটি হাসপাতালে বিমান হামলা হলে সেখানকার রোগীদের আওয়াইজেলের বাগদাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। হামলার পর আওয়াইজেল এলাকার হাসপাতালটির চিকিৎসা কার্যক্রমও বন্ধ হয়ে গেছে। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তিনটি হাসপাতালে হামলা

১৭ নভেম্বর, ২০১৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ