Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্থূল জাতীয়তাবাদের উত্থানের বিষয়ে সতর্ক করলেন ওবামা

প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ২:১৯ পিএম, ১৭ নভেম্বর, ২০১৬

ইনকিলাব ডেস্ক : ব্রেক্সিট ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুসরণ করে ‘স্থূল ধরনের জাতীয়তাবাদ উত্থানের’ বিষয়ে সতর্ক করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শেষ বিদেশ সফরে গ্রিসে গিয়ে তিনি এ সতর্কতা জানান। তিনি বলেন, “একটি ‘আমাদের’ বা ‘তাদের’ কেন্দ্র করে ট্রাইবালিজম গড়ে ওঠার বিষয়ে সতর্ক থাকতে হবে আমাদের।” তিনি জানান, ‘বর্ণগত বা ধর্মীয় বা নৃগোষ্ঠীর পথ ধরে’ বিভাজনের বিপদ সম্পর্কে যুক্তরাষ্ট্র বেদনাপূর্ণভাবে সজাগ। ডোনাল্ড ট্রাম্পের বিজয়কে মার্কিন জনগণের ‘পরিবর্তন আকাক্সক্ষার’ ফসল বলে অভিহিত করেন তিনি। গ্রিসের রাজধানী এথেন্সে দেশটির প্রধানমন্ত্রী অ্যালেক্সি সিপ্রাসের সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে ওবামা এসব কথা বলেন। সংবাদ সম্মেলনের প্রথম ৩০ মিনিট ওবামা ও সিপ্রাস, উভয়েই যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে কথা এড়িয়ে যান। কিন্তু কিছুক্ষণের মধ্যেই দুই নেতা ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার প্রভাব নিয়ে প্রশ্নের মুখোমুখি হন। সতর্কভাবে এসব প্রশ্নের উত্তর দেন ওবামা। এ সময় যুক্তরাষ্ট্রের রাজনীতির দুটি ঐতিহ্যও মেনে চলেন তিনি। বিদেশ সফরে বিদায়ী প্রেসিডেন্ট সাধারণত তার উত্তরসূরিকে গ্রহণযোগ্য হিসেবে তুলে ধরেন এবং দেশের রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা করে কোনো কথা বলেন না। তবে ট্রাম্পের জয়ে তিনি বিস্মিত হয়েছেন বলে জানান ওবামা। তিনি বলেন, “আট বছর ধরে কেউ ক্ষমতায় থাকলে জনগণ স্বাভাবিকভাবেই পরিবর্তন কামনা করে। চাপ যখন উল্লেখযোগ্য হয়ে ওঠে, তখন পরিবর্তনের পর কী হবে তার বিষয়ে তারা পুরোপুরি আত্মবিশ্বাসী না হয়েও জনগণ কিছু খোঁজে ও পরিবর্তন কামনা করে।” তিনি আরো বলেন, “যে ধারণা আমি পেয়েছি তা হচ্ছে অসাম্য, অর্থনৈতিক পঙ্গুত্ব, তাদের সন্তানরা তাদের মতো সফল হবে না জনতার এ শঙ্কা, এসব ইস্য নিয়ে কাজ করতে হবে আমাদের।” কীভাবে দেশকে এগিয়ে নেয়া যায়, সে বিষয়ে ট্রাম্পের কাছে তার সর্বোৎকৃষ্ট ধারণাগুলো তুলে ধরেছেন বলে জানান ওবামা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে সর্বশেষ এই বিদেশ সফরে গ্রিসের পাশাপাশি জার্মানি ও পেরু যাওয়ার কথা রয়েছে ওবামার। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্থূল জাতীয়তাবাদের উত্থানের বিষয়ে সতর্ক করলেন ওবামা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ