Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্প জলবায়ু পরিবর্তনের আশু করণীয় অনুধাবন করবেন : মুন

প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জাতিসংঘ মহাসচিব বান কি-মুন গত মঙ্গলবার আশাবাদ ব্যক্ত করেছেন যে, যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জলবায়ু পরিবর্তনের পরিপ্রেক্ষিতে আশু করণীয় অনুধাবন করবেন এবং প্যারিস জলবায়ু চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়ার হুমকি থেকে ‘সরে’ আসবেন। বান কি-মুন মারাকেশে জাতিসংঘের জলবায়ু বিষয়ক একটি বৈঠকে বক্তৃতা করার আগে সাংবাদিকদের বলেন, আমি আমাদের প্রত্যাশার কথা সবিস্তারে ব্যাখা করেছি এবং আমাদের আশা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জলবায়ু পরিবর্তন মোকাবেলার গুরুত্ব ও প্রয়োজনীয়তার বিষয়টি শুনবেন ও অনুধাবন করবেন। বান কি-মুন বলেন, আমি মনে করি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তিনি এটি অনুধাবন করবেন, শুনবেন এবং তার নির্বাচনী প্রচারণাকালীন করা মন্তব্য থেকে সরে আসবেন। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প জলবায়ু পরিবর্তনের আশু করণীয় অনুধাবন করবেন : মুন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ