Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তারাকান্দায় বসত ঘরে খুন হলেন অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ৯ মে, ২০২২, ১১:১০ এএম

ময়মনসিংহের তারাকান্দায় প্রতিবেশী যুবকের চাইনিজ কুড়ালের আঘাতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন অবসরপ্রাপ্ত এক বিজিবি সদস্য।এই ঘটনায় প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

৮ মে রবিবার সন্ধ্যা ৭.৩০ টার সময় উপজেলার ঢাকুয়া ইউনিয়নের ঢাকুয়া গ্রামে এই ঘটনাটি ঘটে ।

এই বিষয়ে তারাকান্দা থানা পুলিশের এসআই সাইদুর রহমান জানান,ঢাকুয়া গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য আদিবাসী মনোরঞ্জন সাংমা ওরফে মন্টু(৬৫)কে একই গ্রামের প্রতিবেশী আশুতোষ স্কু এর পুত্র শিমুল চাম্বুগং(২১) তার বসত ঘরের বারান্দায় প্রবেশের পর দুটি কেচি গেইটের ভিতরে থাকাবস্থায় চাইনিজ কুড়াল দিয়ে বুকে কোপ মারে এবং কুড়ালের হাতল দিয়ে মাথায় ও কপালে আঘাত করে।এতে ঘটনাস্থলেই মারা যান অবসরপ্রাপ্ত এই বিজিবি সদস্য।

জানাগেছে,নিহত বিজিবি সদস্য মনোরঞ্জন সাংমা ২০১৫ সালে চাকুরী থেকে অবসর গ্রহণের পর থেকেই নিজ বাড়িতে কবিরাজী পেশার সাথে যুক্ত ছিলেন।যখন তিনি হত্যাকান্ডের শিকার হন তখনও তিনি নিজ ঘরে আগত রোগীদের কবিরাজী চিকিৎসা দিতে ব্যস্ত ছিলেন।

এ বিষয়ে মামলার বাদি নিহতের ছেলে সুজল সাংমা(৩৪)জানান,বিভিন্ন কারণে প্রতিবেশী আশুতোষ স্কু এর পরিবারের সাথে আমাদের মনোমালিন্য রয়েছে।এক সময় গাছ নিয়ে প্রায় ১৫ বছর পূর্বে একটি মামলার কথাও জানান তিনি।এই মামলার ঘটনার জেরেই এমন ঘটনা ঘটিয়েছে শিমুল চাম্বুগং এমনটাই ধারনা তার।এ সময় শিমুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন তিনি।

এ বিষয়ে তারাকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল খায়ের বলেন,ঘটনা সংগঠনের খবর পাওয়া মাত্রই নিজে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌছে আসামীকে গ্রেফতার করেছি।নিহতের মরদেহ থানা হেফাজতে নেয়া হয়েছে।এ ব্যাপারে নিহতের ছেলে বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।তারাকান্দা থানা মামলানং-০৬,তারিখ ০৯/০৫/২০২২ ইং।মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।আসামীকে যথারীতি বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের মরদেহটি এবং আসামী থানা হেফাজতে ছিলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ