গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
স্টাফ রিপোর্টার : রাজধানীতে সিটি করপোরেশনের গাড়ির নিচে চাপা পড়ে সীমান্ত রক্ষাবাহিনী বিজিবির এক সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম আবু তাহের। তিনি বিজিবিতে নায়েক হিসেবে কর্মরত বলে পুলিশ জানিয়েছে।
গতকাল শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে শ্যামলীতে শিশু মেলার সামনে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর।
পুলিশ কর্মকর্তা জামাল বলেন, বিজিবি সদস্য তাহের রাস্তা পার হচ্ছিলেন। সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরবর্তীতে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।