Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাতিল করা নোট পাল্টালেন ভারতের প্রধানমন্ত্রীর মা হীরাবেন

প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের গান্ধিনগরের ব্যাংকে গিয়ে সাড়ে চার হাজার টাকার পুরনো নোট বদল করলেন একশো বছর ছুঁইছুঁই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন। হীরাবেন পেলেন নতুন দু’হাজার টাকার নোট। ব্যাংকে অ্যাকাউন্টও নেই তার। তবু ছেলের ডাকে সাড়া দিয়ে কোনো রকমে এই বয়সেও সাড়ে চার হাজার টাকার নোট বদল করতে ব্যাংকে গেলেন হীরাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করার পরে দেশের কোণায় কোণায় এমন হাজারো-লক্ষ প্রবীণ মানুষ রোজ ব্যাংকের লাইনে দাঁড়িয়ে টাকা বদল করতে যাচ্ছেন। তা নিয়ে ভোগান্তিও কম নয় কিন্তু হীরাবেন সে অর্থে সাধারণ কোনো ব্যক্তি নন। তিনি দেশের প্রধানমন্ত্রীর মা, তাই গুজরাটের গান্ধিনগরে বাড়ির কাছের ব্যাংকে নোট বদল করতে গিয়ে তিনি নজর কাড়লেন সকলের। আত্মীয়দের ভরসায় হুইলচেয়ার থেকে নেমে কিছুটা হেঁটে টিপসই দিয়ে নোট বদল করলেন এই প্রবীণা। বিরোধী দলগুলো যখন মানুষের ভোগান্তিকে বড় করে তুলে ধরতে তৎপর, সেই সময় প্রধানমন্ত্রীর মা আমজনতার মতোই ব্যাংকে গিয়ে নোট বদল করলেন। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে বিজেপি ‘মাস্টারস্ট্রোক’ বলে মনে করছে। কিন্তু প্রশ্ন উঠছে, হাতে নগদ টাকাতো খোদ প্রধানমন্ত্রী বা তার মন্ত্রিসভার সদস্যদেরও রয়েছে। নোট বাতিলের ঘোষণার পর দেশজুড়ে দিন ও রাতভর হন্যে হয়ে আমজনতাকে যখন ব্যাংকের লাইনে দেখা যাচ্ছে, মন্ত্রীদের কাউকে কেন এখনো পর্যন্ত এই দুর্ভোগ পোহাতে হচ্ছে না। তাদের হাতে থাকা নগদ টাকা কীভাবে নতুন নোটে বদল হচ্ছে। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাতিল করা নোট পাল্টালেন ভারতের প্রধানমন্ত্রীর মা হীরাবেন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ