Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিষ্ঠার ৮০তম বার্ষিকীতে ইসরায়েল অস্তিত্ব হারাতে পারে : এহুদ বারাক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ মে, ২০২২, ৫:০৭ পিএম

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ইতিহাসের নিরীখে দেখা যায় ইহুদিরা কখনো ৮০ বছরের বেশি শাসনকাজ পরিচালনা করতে পারে নি। পার্সটুডে
ইসরায়েলের হিব্রু ভাষার পত্রিকা ইয়েদিয়েত অহরোনথকে দেয়া সাক্ষাৎকারে ইসরায়েলি সামরিক বাহিনীর সাবেক জেনারেল এহুদ বারাক এসব কথা বলেন। ১৯৪৮ সালে অবৈধ রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠার পরপরই ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসন চালায়। মে মাসের সেই আগ্রাসনে অন্তত সাত লাখ ফিলিস্তিনি উদ্বাস্তু হন। পশ্চিমা সমর্থনে ইহুদিবাদী সেনারা ফিলিস্তিনের ৫০০ গ্রামে ধ্বংসযজ্ঞ চালায়। ফিলিস্তিনি জনগণ একে নাকবা বা বিপর্যয় দিবস হিসেবে পালন করে আসছেন।
বারাক আশংকা করেন, বর্তমান বাস্তবতায় ইসরায়েলের ক্ষমতাসীন সরকারের সময়ই পতনের সেই সর্বনাশ শুরু হতে পারে। তিনি বলেন, ডেভিড ও হাসমোনিয়া রাজত্বকাল ছাড়া তারা কখনো ৮০ বছরের বেশি শাসন পরিচালনা করতে পারে নি ইহুদিরা। এই দুই রাজত্বকালেও ৮০ বছর পর বিভেদ-বিভ্রান্তি শুরু হয়।
৮০ বছর বয়সী জেনারেল বারাক বলেন, বর্তমান ইসরায়েল সরকার ফিলিস্তিনিদের তৃতীয় প্রতিরোধের ঢেউ মোকাবেলা করছে এবং প্রতিষ্ঠার ৮০ বছর কাছে চলে এসেছে। এ প্রেক্ষাপটে তিনি খুবই ভয়ে আছেন যে, অভিশপ্ত অষ্টম দশক হতে পারে ইসরায়েলের বর্তমান সরকারের অস্তিত্ব বিলুপ্তির শেষ সময়। তিনি আরো বলেন- আমেরিকা, রাশিয়া, ইতালিসহ বিশ্বের বহু দেশে সরকার অভিশপ্ত অষ্টম দশকের মখোমুখি হয়েছে। সূত্র : পার্সটুডে



 

Show all comments
  • Mehedi Hasan ৯ মে, ২০২২, ৩:০১ পিএম says : 0
    ইসরায়েল কখনোই একটি রাস্ট্র ছিলো না। পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল নামের ভূখন্ডটি চিরতরে বিলীন হয়ে যাক, এটাই প্রার্থনা করি।
    Total Reply(0) Reply
  • Mehedi Hasan ৯ মে, ২০২২, ৩:০২ পিএম says : 0
    ইসরায়েল কখনোই একটি রাস্ট্র ছিলো না। পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল নামের ভূখন্ডটি চিরতরে বিলীন হয়ে যাক, এটাই প্রার্থনা করি।
    Total Reply(0) Reply
  • আমান উল্লাহ ৯ মে, ২০২২, ১১:২৫ পিএম says : 0
    ইসরাইল একটি দখলদার রাষ্ট্র এদের ভিশন সফল হবে না ইনশাআল্লাহ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ