বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঈদের ছুটি শেষ হওয়ায় ঢাকায় ফিরছে মানুষ। সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বাড়ছে। এলেঙ্গা থেকে সেতু পূর্ব পর্যন্ত ১৩ কিলোমিটার এলাকায় ধীরগতিতে চলছে যানবাহন। ফলে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করা যাত্রী ও চালকদের কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে।
সড়কের বিভিন্ন স্থানে যানবাহনের অপেক্ষায় দাড়িয়ে থাকতে দেখা গেছে যাত্রীদের। বাস না পেয়ে ট্রাক, পিকআপ, সিএনজি ও মোটরসাইকেলে অধিক ভাড়ায় গন্তব্যে যাচ্ছে তারা।
এলেঙ্গা হাইওয়ে হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতাউর রহমান জানিয়েছেন, সড়কে যানবাহন ও যাত্রীর চাপ বেড়েছে। এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত কিছু জায়গায় ধীর গতিতে চলছে যানবহন। তবে কোথাও যানজট নেই। মহাসড়কে নিষ্ঠার সাথে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।