Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাশ্মীরের উমরানকে জাতীয় দলে দেখতে চান ভারতের সাবেকরা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ মে, ২০২২, ৪:০৯ পিএম

আইপিএলে বল হাতে গতির ঝড় তুলে সবাইকে মুগ্ধ করে রেখেছেন সানরাইজার্স হায়দারাবাদ পেসার উমরান মালিক। এবারের আইপিএলের শুরু থেকেই আলোচনার অন্যতম কেন্দ্রে পরিণত করেছেন নিজেকে। এই পেসারকে এবার আন্তর্জাতিক ক্রিকেটে দেখতে চান ভারতের সাবেকরা। সুনীল গাভাস্কার ও হরভজন সিং এই তরুণ গতি তারকাকে ভারতের পরবর্তী সিরিজেই দলে দেখতে চান।

নিয়ন্ত্রিত গতি ও বুদ্ধিদীপ্ত বোলিংয়ের গুণ নজর কেড়েছে সাধারণ দর্শক থেকে ক্রিকেটবোদ্ধা সবার। কয়েকদিন আগে গুজরাট টাইটানসের বিপক্ষে ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন, সর্বশেষ ম্যাচে আবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে গতির রেকর্ড গড়েছেন তিনি। সে ম্যাচে তার ১৫৭ কিমি গতিতে করা বলটি আইপিএলে গত এক দশকের সবচেয়ে দ্রুততম বল।

অসাধারণ ফর্মে থাকা বোলারকে তাই সাবেকদের জাতীয় দলে দেখতে চাওয়াটাই স্বাভাবিক। হরভজন সিং চান ভারতের আরেক দ্যুতিময় পেসার জসপ্রীত বুমরার সঙ্গে টি-টোয়েন্টিতে তার পেস বোলিং জুটি গড়ে উঠুক, ‘সে (উমরান মালিক) আমার প্রিয়। আমি তাকে জাতীয় দলে দেখতে চাই কারণ দারুণ সে বোলিং করে। আমাকে এমন একজন বোলারের নাম বলুন যে ১৫০ কিমি গতিতে বল করে কিন্তু জাতীয় দলে খেলে না। ভারত যখন আগামী বিশ্বকাপে খেলবে আমি চাই তখন যেন বুমরার সাথে ওর জুটি গড়ে ওঠে।’

২২ বছর বয়সী উমরান মালিককে হরভজন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে চেয়েছেন। তবে ভারতের কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার মনে করেন, উমরান মালিককে আসন্ন ইংল্যান্ড সিরিজেই দলে সুযোগ দেওয়া উচিৎ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ