Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কটিয়াদী আড়ৎ থেকে মাছ কিনতে এসে লাশ হলেন ব্যবসায়ী

কটিয়াদী (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ মে, ২০২২, ১২:২০ পিএম

কিশোরগঞ্জের কটিয়াদী পৌর এলাকার চড়িয়াকোনা স্বনির্ভর মাছের আড়ৎ থেকে মাছ কিনতে এসে লাশ হয়ে ফিরলেন হিরু লাল দাস (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী। শনিবার সকালে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহা সড়কের চড়িয়াকোনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত হিরু লাল দাস পার্শ্ববর্তী নিকলী উপজেলার গুরুই ইউনিয়নের পাড়া বাজিতপুর দাসপাড়া গ্রামের মৃত আনন্দ মোহন দাসের পুত্র।

জানা যায়, হিরু লাল দাস রাস্তা পারাপারের সময় কিশোরগঞ্জগামী যাতায়াত পরিবহনের সাথে ধাক্কা খেয়ে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে সড়কে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে কটিয়াদী হাইওয়ে থানার পুলিশ লাশ উদ্ধার করেন। একই এলাকার মাছ ব্যবসায়ী অজিত চন্দ্র দাস তার পরিচয় শনাক্ত করে বলেন, হিরু লাল দাস আড়ৎ থেকে মাছ কিনে কখনো ফেরি করে কখনো স্থানীয় বাজারে নিয়ে মাছ বিক্রি করতো।
কটিয়াদী হাইওয়ে থানার ইনচার্জ তৌফিকুল ইসলাম তৌফিক বলেন, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করি। ঘটনার পর চালক গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীরা জানান, যাতায়াত পরিবহন তাকে চাপা দিলে তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ