Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

হংকংয়ের নতুন প্রধান নির্বাহী হচ্ছেন জন লি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ মে, ২০২২, ১২:০৫ পিএম

চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যারি লামের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন সেখানকার সাবেক নিরাপত্তা প্রধান জন লি। আগামী রোববার অঞ্চলটিতে অনুষ্ঠিত হবে নির্বাচন। এতে একাই প্রতিনিধিত্ব করছেন লি। খবর এপি।

খবরে বলা হয়েছে, হংকংয়ের ১ হাজার ৪৫৪ সদস্যের বিশেষ কমিটির অর্ধেকের বেশি ভোটে অঞ্চলটির প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সাবেক নিরাপত্তা প্রধান জন লি। এর আগে ৭৮৬ ভোটে মনোনয়ন নিশ্চিত হয় তার।
গতকাল শুক্রবার সমর্থকদের সঙ্গে কথা বলার সময় জন লি জানান, হংকংয়ে গভীর সমস্যা রয়েছে। এ সমস্যার সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। হংকংয়ের সম্ভাবনাকে বিকশিত করতে চীনের মূল ভূখণ্ড ও বিশ্বের সঙ্গে যোগাযোগ স্থাপনেও কাজ করবেন তিনি।
৬৪ বছর বয়সী সাবেক এ পুলিশ কর্মকর্তা বলেন, সুযোগটি কাজে লাগাতে হবে, এখন আর অপেক্ষা করার সময় নয়। আমাদেরকে আন্তর্জাতিক শহর হিসেবে হংকংকে একীভূত করতে হবে।
সংশ্লিষ্টরা ধারণা করছেন, হংকংয়ে নিরাপত্তার দিকে মনোনিবেশ করতেই তাকে ক্ষমতায় বসাচ্ছে বেইজিং। তিনি আগামী ১ জুলাই থেকে প্রধান নির্বাহীর দায়িত্ব পালন শুরু করবেন। হংকং ১৯৯৭ সালে সাবেক ব্রিটিশ উপনিবেশ থেকে চীনে যুক্ত হওয়ার পর, পাঁচ বছর পর পর অঞ্চলটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে। অঞ্চলটির বর্তমান প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছিলেন ক্যারি লাম। গত ৫ মে নিজের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন এ নেতা।
জন লি বেইজিংয়ের অত্যন্ত অনুগত দেশপ্রেমিক হিসেবে পরিচিত। তিনি ২০১৯ সালে হংকংয়ে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ দমনের কারিগর হিসেবে ব্যাপক পরিচিত। সে সময় টিয়ার গ্যাস ও রাবার বুলেট দিয়ে বিক্ষোভকারীদের মোকাবেলা করার প্রচারাভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। তার দায়িত্বে এ সময় অসংখ্য গণতন্ত্রপন্থীকে গ্রেফতারও করা হয়েছিল।
২০১৭ সালে হংকংয়ের প্রধান নির্বাহী নির্বাচিত হন ক্যারি লাম। ১ হাজার ১৯৪টি ইলেকটোরাল ভোটের মধ্যে ৭৭২ ভোটের মাধ্যমে তার জয় সুনিশ্চিত হয়। তার দায়িত্ব গ্রহণের পরপরই হংকংয়ে গণতন্ত্রপন্থী বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ