বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
১২ হাজার টন পাম তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে এমটি সুমাত্রা পাম নামে একটি জাহাজ। শুক্রবার ( ৬ মে) দুপুর ২টার দিকে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসে। ইন্দোনেশিয়া থেকে এ তেল আমদানি করেছে টি কে গ্রুপ।টিকে গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মোহাম্মদী ট্রেডিংয়ের অপারেশন ম্যানেজার ( শিপিং) আরিফ গণমাধ্যমকে বলেন, ১২ হাজার টন পাম তেল নিয়ে জাহাজটি ইন্দোনেশিয়া থেকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসেছে।
তিনি আরও বলেন, টি কে গ্রুপের জন্যই এ তেল আনা হয়েছে। জাহাজটি আজ দুপুর ২টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। আজই জাহাজ থেকে তেল খালাস প্রক্রিয়া শুরু হবে। এদিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ৪৭ হাজার ৪৪ টন পাম ও সয়াবিন তেল নিয়ে পৌঁছেছে আরও ৪টি জাহাজ। ২৯ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত এসব তেল চট্টগ্রাম বন্দর এসে পৌঁছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।