Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহী থেকে ঢাকায় ফেরার পথে ট্রেনে সন্তান প্রসব

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ মে, ২০২২, ৭:২৪ পিএম

ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরার পথে বাংলাদেশ রেলওয়ের ‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনে সন্তান প্রসব করেছেন এক নারী। নবজাতক ও মা দুজনই সুস্থ আছে। আজ শুক্রবার দুপুর ১টার দিকে রাজশাহী থেকে ঢাকার কমলাপুর রেলস্টেশনে আসার পথে সন্তান প্রসব করেন তিনি।

রেলওয়ে সূত্র জানায়, ওই নারীর নাম পারুল। তিনি রাজশাহী থেকে ঢাকায় আসছিলেন। মাঝপথে তার প্রসব বেদনা ওঠে। তখন ট্রেনে থাকা অন্য নারীরা এগিয়ে আসেন। তাদের সহযোগিতায় সন্তান প্রসব করেন পারুল। দুপুর পৌনে ৩টায় কমলাপুর স্টেশনে নামেন তিনি। তখন খবর পেয়ে স্টেশনে তাকে রিসিভ করেন তার স্বজনরা। এ ছাড়া কমলাপুর স্টেশন প্লাটফর্মে ছুটে আসেন রেলওয়ে হাসপাতালের চিকিৎসক রিপন দাস ও শওকত জামির। মা ও নবজাতককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানোর প্রস্তুতি নেন তারা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সন্তান প্রসব

৪ নভেম্বর, ২০২১
১৮ সেপ্টেম্বর, ২০২১
৪ জানুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ