বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সন্তান সম্ভবা এক নারী। পরিবারের সদস্যরা রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেন তাকে। সে অনুযায়ী তাকে ভেড়ামারা রেল স্টেশন থেকে সাগরদাঁড়ি এক্সপ্রেসে করে নিয়ে যাওয়া হচ্ছিল রাজশাহী। কিন্তু ভেড়ামারা স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর পরই ওই নারীর প্রসব বেদনা উঠে।
বিষয়টি বুঝতে পারেন ওই ট্রেনের একজন গার্ড। তাৎক্ষণিক তিনি ঘটনাটি তার ইনচার্জকে জানান। খবরটি জানতে পেরে ইনচার্জ ট্রেনের মাইকে ঘোষণা দেন কোন কামরায় যদি কোন ডাক্তার থাকলে যেন ওই নারীর সন্তান প্রসবে সাহায্য করেন। সৌভাগ্যবশত ট্রেনের একটি কামরায় একজন নারী চিকিৎসক ছিলেন। পরে ওই চিকিৎসকের সহায়তায় আব্দুলপুর স্টেশনের কাছে ওই নারী তার সন্তান প্রসব করেন। পরে ট্রেন রাজশাহী পৌঁছানোর পর রেলওয়ের অ্যাম্বুলেন্সে করে মা ও সদ্যজাত শিশুকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছে দেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।