Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঁচ দিনে ২৪১১ ডায়রিয়া রোগী হাসপাতালে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৫ মে, ২০২২, ২:৫৯ পিএম

১ মে, ইদের ছুটিসহ মে মাসের শুরুতেই এখন পর্যন্ত দুই হাজার ৪১১ জন ডায়রিয়া আক্রান্ত রোগী আইসিডিডিআর,বিতে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিয়েছেন।
রাজধানীসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে ডায়রিয়া সংক্রমণের হার কিছুটা কমে এসেছে। তবে দৈনিক আক্রান্ত হয়ে উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআর,বি) হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা এখনও পাঁচ শতাধিকের ওপরেই রয়েছে।
বৃহস্পতিবার (৫ মে) আইসিডিডিআর,বির মিডিয়া ম্যানেজার তারিফ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আইসিডিডিআর,বি হাসপাতালে গত ১ মে ৬৩১ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এরপর ২ মে ৫৫৯ জন, ৩ মে ৪২৯ জন, ৪ মে ৬৪১ জন এবং আজ (৫ মে) সকাল দশটা পর্যন্ত ১৫১ জন ডায়রিয়া আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
তারিফ হাসান বলেন, অন্যান্য সবার ঈদের ছুটি থাকলেও আমাদের স্বাস্থ্যকর্মীরা ডায়রিয়া প্রকোপ মোকাবিলায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। হাসপাতালে রোগীর সংখ্যা কিছুটা কমে এলেও ডায়রিয়া পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি বলেও জানান এই কর্মকর্তা।
জানা গেছে, মার্চের মাঝামাঝি থেকেই দেশে ডায়রিয়া রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে। গত ১৬ মার্চ সর্বপ্রথম এক হাজার ৫৭ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তির খবর জানিয়েছিল আইসিডিডিআর,বি। এর পরদিনই (১৭ মার্চ) আরও এক হাজার ১৪১ জন রোগী ভর্তি হন। এরপর রোগীর সংখ্যা আরও বাড়তে থাকে। গত ৪ এপ্রিল রেকর্ড সংখ্যক ১ হাজার ৩৮৩ জন রোগী ভর্তি হয়েছিলেন।
তবে ৮ এপ্রিলের পর হাসপাতালটিতে রোগী ভর্তির সংখ্যা কিছুটা কমতে থাকে। এরপর ১৪ এপ্রিল দীর্ঘ একমাস পর হাসপাতালটিতে ভর্তি রোগীর সংখ্যা এক হাজারের নিচে নেমে আসে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ