Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে ৪ নিহতের ঘটনায় মামলা হয়নি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৪ মে, ২০২২, ৯:৩৭ এএম

কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের আস্তানগর গ্রামে আওয়ামী লীগ সমর্থিত দু’পক্ষের সংঘর্ষে নিহত চার ব্যক্তির দাফন সম্পন্ন হয়েছে। তবে মঙ্গলবার রাত পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি।

স্থানীয়রা জানান, সংঘর্ষের পর থমথমে জনশূন্য এলাকায় বিষাদের ঈদে যুক্ত হয়েছে শোকার্তদের আহাজারি।

মঙ্গলবার দুপুরের পর ময়নাতদন্ত শেষে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ। বিকেল সাড়ে ৫টায় বৈরী আবহাওয়ার মধ্যেই স্থানীয় আস্তানগর কবরস্থানে দাফন সম্পন্ন হয় তাদের।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোস্তাফিজুর রহমান রতন জানান, এ ঘটনায় এখনো কেউ মামলা করতে আসেনি থানায়। তবে তদন্ত শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য সাতজনকে আটক করেছে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ