Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইতালির প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩ মে, ২০২২, ১১:৪৪ পিএম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ইতালির সব মুসলিমকে শুভেচ্ছা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সেরজিও মাত্তারেল্লা।

তিনি দেশটির স্কুল এবং পরিবারসহ সব রাজনৈতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সবাইকে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির শিক্ষা দিন, ঘৃণা ও সন্ত্রাস পরিহারে সচেতন করে তুলুন।খবর আরব নিউজের।

প্রেসিডেন্ট সেরজিও মাত্তারেল্লা বলেন, এটাই হচ্ছে ইতালির সংবিধানের মূল নীতি।নতুন প্রজন্মসহ দেশের সবাইকে নীতি-নৈতকতার শিক্ষা দিতে হবে।বিভেদ ভুলে সমাজে সবার মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে।

প্রেসিডেন্ট সেরজিও মাত্তারেল্লা আরও বলেন, পবিত্র রমজান থেকে আমরা এ শিক্ষা নিতে পারি, কারণ ইসলাম হচ্ছে শান্তির বাহন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইতালির প্রেসিডেন্ট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ