বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। সোমবার (০২ এপ্রিল) শের-ই-বাংলা নগরে শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা জানান।
রুহুল কবির রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। তারা মুসলিম উম্মাহর সর্ববৃহৎ উৎসবে সকলের শান্তি, সমৃদ্ধি কামনা করেছেন।
রিজভী বলেন, বর্তমান অবৈধ সরকারের ষড়যন্ত্রে ও রোষাণলে পড়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দী রয়েছেন। তিনি অসুস্থ অবস্থায় গৃহবন্দী আছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাতৃভূমি থেকে অনেক দূরে। কিন্তু তারপরও তারা দেশ ও দেশের সঙ্কটে, গণতন্ত্রের সঙ্কটকালেও মানুষ ও গণতন্ত্রের মুক্তির নেতৃত্ব প্রদান করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।