মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী হামজা শাহবাজের ক্ষমতা হারানোর শঙ্কা আছে বলে জানিয়েছেন দেশটির সাংবিধানিক আইন বিষয়ক বিশেষজ্ঞরা। শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে পাকিস্তানি গণমাধ্যম ডন।
হামজা শাহবাজকে ক্ষমতায় আনার ক্ষেত্রে পাঞ্জাব প্রাদেশিক আইনসভার যে সকল পিটিআই এমপি সহায়তা করেছেন তাদের পদ বাতিল করা হলে নতুন সঙ্কটের সৃষ্টি হবে। কারণ, এ সকল পিটিআই এমপির পদ বাতিল হলে পাঞ্জাব প্রাদেশিক আইনসভায় সংখ্যাগরিষ্ঠতা হারাবেন হামজা। এক্ষেত্রে হামজা শাহবাজের ক্ষমতা হারানোর শঙ্কা সৃষ্টি হবে।
এদিকে ৬ মে তারিখে হামজার অনুসারী পিটিআই এমপিদের পদ বাতিল করতে যাচ্ছে পাকিস্তান নির্বাচন কমিশন। এরপরেই ইমরান খানের দল পিটিআই ও তাদের মিত্র রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ-কিউ পাঞ্জাব প্রাদেশিক আইনসভায় অনাস্থা ভোটের প্রস্তাব দিবে। এক্ষেত্রে সমস্যায় পড়বেন হামজা শাহবাজ।
এ বিষয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের আইনজীবী মুবিনউদ্দিন কাজি বলেন, পাকিস্তান নির্বাচন কমিশন দেশটির সংবিধানের ৬৩-ক অনুচ্ছেদ অনুসারে হামজার অনুগত পিটিআই এমপিদের পদ বাতিল করবে। এরপরেই পাঞ্জাব প্রাদেশিক আইনসভায় সংখ্যাগরিষ্ঠতা হারাবেন হামজা। এরপর তাকে অনাস্থা ভোটের মুখোমুখি হতে আদেশ দিবেন পাঞ্জাবের গভর্নর।
এদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশীদ আহমেদ বলেন, খুব দ্রুতই মানি লন্ডারিং মামলায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তার ছেলে হামজা অভিযুক্ত হতে যাচ্ছেন। এ কারণে হামজা শাহবাজ একটি মারাত্মক সঙ্কটের মধ্যে পড়বেন।
সূত্র : ডন
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।