গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজশাহী ব্যুরো : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ফের ইন্টার্নি ডাক্তারদের মারপিটের শিকার হলো রোগীর দুই স্বজন।
গতকাল দুপুরে হাসপাতালের ১৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মারধরের পর রোগীর দুই স্বজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। আটককৃতরা হলো, পুঠিয়া উপজেলার কাঠালবাড়িয়া এলাকার রওশন ইয়াজ দানীর ছেলে নাহিদ(২৩) এবং নাটোর জেলার একডালা বাবুপুকুর এলাকার আবুল কালামের ছেলে সাদ্দাম (২২)। এদের মধ্যে সাদ্দাম নাটোর সিরাজউদ্দৌলা কলেজের বিএসএস তৃতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।
রোগীর স্বজনরা জানায়, সোমবার রাতে রক্তজনিত সমস্যার কারণে রামেক হাসপাতালে ভর্তি হন নাটোরের চাঁদপুর এলাকার মায়িদা মিঞার ছেলে জয়নাল (৭০)। সকাল থেকে তেমন কোন চিকিৎসা না পাওয়ায় দুপুরে রোগীর স্বজন নাহিদ ও সাদ্দামের সাথে কথাকাটাকাটি হয় ১৬ নম্বর ওয়ার্ডে দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসক কে.এম সালাউদ্দিনের। এক পর্যায়ে সালাউদ্দিনের নেতৃত্বে ৪ থেকে ৫ জনের একটি দল এসে নাহিদ ও সাদ্দামকে বেধড়ক পিটিয়ে আটকে রাখে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।