Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছুটি কাটিয়ে অনুশীলনে ফিরছে হকি দল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২২, ৮:২৪ পিএম

তিন দিনের ছুটি কাটিয়ে ফের অনুশীলনে ফিরছে জাতীয় হকি দল। বিকেএসপিতে নয়, লাল-সবুজের হকি দলের অনুশীলন হবে এবার মওলানা ভাসানী জাতীয় স্টেডিয়ামে। হ্যাংজু এশিয়ান গেমস হকির বাছাই পর্বকে সামনে রেখে রোববার অনুশীলন শুরু করে রাসেল মাহমুদ জিমিরা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশ্যে উড়াল দেবেন ৪ মে। ৬ থেকে ১৫ মে পর্যন্ত ব্যাংককে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস হকির বাছাই পর্বের খেলা। এরপর ২৩ মে থেকে ১ জুন পর্যন্ত ইন্দোনেশিয়ার জাকার্তায় বসছে হিরো এশিয়া কাপের আসর। এ দুই টুর্নামেন্ট উপলক্ষেই এখন মাঠের অনুশীলনে ব্যস্ততা জাতীয় হকি দলের। যদিও বিকেএসপিতে প্রায় দুই সপ্তাহের অনুশীলনে মগ্ন ছিলেন সারোয়ার-আশরাফুলরা। তবে শেষ চারদিন অনুশীলন রাখা হয়েছে মওলানা ভাসানী স্টেডিয়ামে। কারণ এখান থেকেই আগামী বুধবার দল নিয়ে থাইল্যান্ডে রওয়ানা দিবেন বাংলাদেশের মালয়েশিয়ান কোচ ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তি।

থাইল্যান্ডে এশিয়ান গেমস হকির বাছাই পর্ব শেষে জাতীয় হকি দল ইন্দোনেশিয়ার জাকার্তায় খেলবে হিরো এশিয়া কাপ টুর্নামেন্ট। এশিয়া কাপে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং ওমান। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, জাপান ও ইন্দোনেশিয়া। এশিয়া কাপে ২৩ মে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে। পরের দিন লাল-সবুজরা দ্বিতীয় ম্যাচ খেলবে ওমানের বিপক্ষে। ২৬ মে গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হকি

২ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ