Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণ আফ্রিকায় যাচ্ছে করোনার পঞ্চম ঢেউ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ মে, ২০২২, ১২:০২ এএম

করোনা মহামারির পঞ্চম ঢেউ হানা দিতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকায়। শুক্রবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী জো ফাহলা এ তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে ফাহলা বলেছেন, ‘যা স্থিতিশীল রয়েছে ... তা হচ্ছে আইসিইউ (নিবিড় পরিচর্চা ইউনিট) সহ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা, খুব নাটকীয় পরিবর্তন নয়। মৃতের সংখ্যাও বেড়েছে তবে নিচের দিক থেকে একেবারে নাটকীয় হারে নয়।’ তিনি জানিয়েছেন, এই পর্যায়ে স্বাস্থ্য কর্তৃপক্ষকে বর্তমানে সংক্রমণ ঘটানো ওমিক্রন ছাড়া অন্য কোনও নতুন ভ্যারিয়েন্ট সম্পর্কে সতর্ক করা হয়নি। আফ্রিকা অঞ্চলের দেশগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকায় সবচেয়ে বেশি করোনায় সংক্রমণ এবং মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে। করোনা মহামারিতে দেশটিতে ৩৭ লাখ মানুষ সংক্রমণের শিকার হয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দক্ষিণ আফ্রিকায় যাচ্ছে করোনার পঞ্চম ঢেউ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ