Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে: কুষ্টিয়ায় হানিফ

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২২, ৫:৪৬ পিএম

মাহবুব উল আলম হানিফ বলেন, ‘২০১২ সাল থেকে একাধিকবার বিএনপি কঠোর আন্দোলনের ঘোষণা দিয়ে আসছে। তাদের সেই তীব্র আন্দোলনের মুখেও শেখ হাসিনার সরকার টানা ১৩ বছর ক্ষমতায় রয়েছে। এবারও মেয়াদ পূর্ণ করে নির্বাচনের মাধ্যমে আবারও রাষ্ট্র ক্ষমতায় আসবে আওয়ামী লীগ।’

এবারের মেয়াদ পূর্ণ করে নির্বাচনের মাধ্যমে আবারও আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসবে বলে মনে করেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

শুক্রবার বেলা ১১টার দিকে কুষ্টিয়ায় নিজ বাড়িতে সাংবাদিকদের প্রশ্নে এ মন্তব্য করেন তিনি।
মাহবুব উল আলম হানিফ বলেন, ‘২০১২ সাল থেকে একাধিকবার বিএনপি কঠোর আন্দোলনের ঘোষণা দিয়ে আসছে। তাদের সেই তীব্র আন্দোলনের মুখেও শেখ হাসিনার সরকার টানা ১৩ বছর ক্ষমতায় রয়েছে। এবারও মেয়াদ পূর্ণ করে নির্বাচনের মাধ্যমে আবারও রাষ্ট্র ক্ষমতায় আসবে আওয়ামী লীগ।’

বিএনপির প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি নেতারা নিজেদের দুর্নীতি ঢাকতে বার কাউন্সিল নির্বাচন নিয়ে মিথ্যাচার করছেন। বারের নির্বাচনের সঙ্গে বেগম জিয়ার মামলা জড়ানো বিএনপির কূটকৌশল ছাড়া আর কিছুই নয়।

‘নির্বাচনে জিতলেই সুষ্ঠু আর পরাজিত হলেই সেই নির্বাচন বিতর্কিত। এই মানসিকতা বিএনপির মজ্জাগত।’

র‌্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে হানিফ বলেন, ‘র‌্যাবের কয়েকজনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাক্কার বিষয়ে খোঁজ-খবর চলছে। আশা করছি আলোচনার মাধ্যমেই এটা নিরসন হবে।’

এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হানিফ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ