Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুরে পৌর মেয়রসহ ১১ জনের নামে রেলের মামলা

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২২, ৪:০১ পিএম

নীলফামারীর সৈয়দপুরে পৌর মেয়রসহ ১ হাজার ১১ জনের নামে থানায় মামলা দায়ের হয়েছে। রেলওয়ের ভূ-সম্পদ বিভাগের ফিল্ড কানুনগো মো. জিয়াউল হক গত সোমবার (২৫ এপ্রিল) রাতে সৈয়দপুর থানায় এ মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১ হাজার জনকে আসামিভুক্ত করা হয়েছে।

আসামিরা হলেন- সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবী, নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, জোবাইদুর রহমান শাহীন, মো. শাহীন, কাজী মনোয়ার হোসেন হায়দার, আব্দুল খালেক সাবু, উপজেলা যুবলীগের আহ্বায়ক দিলনেওয়াজ খান, যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার ঠিকাদার আসাদুল ইসলাম আসাদ, সবজি ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জয়নুল ও সাধারণ সম্পাদক মো. মাসুদ।
মামলার এজাহারে জানা যায়, সৈয়দপুর পৌরসভা কর্তৃপক্ষ রেলওয়ের ব্যাকবোন ড্রেনের ওপর ৬০ লাখ টাকা ব্যয়ে শাক সবজির বাজার নির্মাণ করছিল। বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের পাকশী বিভাগের ভূ-সম্পদ কর্মকর্তা মো. নুরুজ্জামান গত ১৩ এপ্রিল সৈয়দপুর পৌরসভা কর্তৃক নির্মাণাধীন ওই সবজি মার্কেটে আসেন। সে সময় তার সঙ্গে ছিল

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম হোসাইন ছিলেন। ঘটনাস্থলে পৌঁছে রেলওয়ে ভূ-সম্পদ কর্মকর্তা মার্কেট নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দেন। এ খবর পৌর কর্তৃপক্ষের কাছে গেলে মেয়রের নির্দেশে পরিষদের কর্তৃক কাউন্সিলর ও এজাহারে উল্লেখকৃত ব্যক্তিরা কমপক্ষে ১ হাজার লোক নিয়ে ঘটনাস্থলে পৌঁছে। উচ্ছৃঙ্খল জনতা সে সময় সরকারি কাজে বাধা সৃষ্টি করে এবং সৈয়দপুর ইউএনওর গাড়িতে হামলা চালায়। এ পরিস্থিতিতে পুলিশের সহযোগিতায় রেল কর্মকর্তা, কর্মচারীসহ স্থানীয় ইউএনও ঘটনাস্থল দ্রুত ত্যাগ করেন। পরে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি মেলায় গত ২৫ এপ্রিল রাতে ফিল্ড কানুনগো মো. জিয়াউল হক জিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

এসব ব্যাপারে শুক্রবার (২৯ এপ্রিল) সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান তার বিরুদ্ধে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ