রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশ গতকাল মঙ্গলবার উপজেলার দিঘালিয়া গ্রাম থেকে এক স্কুলছাত্রীর লাশ তার বাড়ি থেকে উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। জানা যায়, উপজেলার দিঘালিয়া গ্রামের দিনমজুর আলাল উদ্দিনের মেয়ে রোজিনা আক্তার পানান গ্রামের ব্র্যাক পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। সোমবার রাত সাড়ে ৮টার কিছু আগে রোজিনা প্রতিবেশী আবদুল কদ্দুছের বাড়িতে কিরণমালা সিরিয়াল দেখতে যায়। এরপর সে বাড়ি ফিরে আসেনি। মা নূরজাহান বেগম কিছুক্ষণ অপেক্ষা করে আশপাশে রোজিনার খোঁজ করতে থাকেন। কিন্তু মেয়েকে পাননি। পরদিন সকালবেলা তিনি আবার মেয়ের খোঁজে বাড়ি থেকে বের হয়ে দেখতে পান প্রায় ১০০ গজ দূরে অবস্থিত জামগাছে রোজিনার লাশ ঝুলছে। তিনি গিয়ে লাশ নামিয়ে বাড়িতে নিয়ে আসেন। নূরজাহান আরো বলেন, গত সোমবার রোজিনা তার কাছে একটি স্কুলব্যাগ চায়। তিনি মেয়েকে বলেছিলেন চাল কেনার পর টাকা থাকলে ব্যাগ কিনে দেবেন। এ জন্য মেয়ে তার সাথে রাগ করে। ময়মনসিংহের গৌরীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো: আক্তারুজ্জমান বলেন, নানা ধরনের সন্দেহ পুলিশের বিবেচনায় রয়েছে। মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে ময়নাতদন্ত করার জন্য রোজিনার লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।