মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের এক স্কুল ক্যাম্পাস থেকে ১৫ বছর বয়সী দুই ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, গত শুক্রবারের এ ঘটনায় বন্দুকের গুলিতে একজনকে হত্যা করার পর আত্মঘাতী হয়েছে অন্যজন। নিহত দুইজনের পরিচয় জানা যায়নি। আরিজোনা অঙ্গরাজ্যের গ্লেনডেল এলাকার ইন্ডিপেন্ডেন্ট হাইস্কুলের ছাত্রী ছিল ওই দুই কিশোরী। তারা ক্লাস টেনে পড়ত। লাশ দুটোর পাশ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। তাদের দু’জনের গায়েই গুলির ক্ষত রয়েছে বলেও জানা গেছে। তাৎক্ষণিকভাবে এই হত্যা ও আত্মহত্যার কারণ জানা যায়নি। এ ঘটনায় পুলিশি তদন্ত চলছে। তবে তদন্তকারীদের ধারণা, একজন ছাত্রী প্রথমে গুলি করে তার ঘনিষ্ঠ বান্ধবীকে হত্যা করে। পরে বন্দুক দিয়ে নিজেও আত্মহত্যা করে। স্থানীয় পুলিশ কর্মকর্তা ট্রাসি বিডেন জানিয়েছেন, গত শুক্রবার স্থানীয় সময় সকাল আটটার দিকে স্কুলে সবে প্রথম পিরিয়ড শুরু হয়েছে। এর খানিক আগেই ওই গুলির ঘটনাটি ঘটে। পরে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে। ফক্স নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।