Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইএমআই সুবিধায় কোর্স কেনা যাবে মজারুতে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২২, ৮:০৫ পিএম

বিনা সুদে যে কোনো ক্রেডিট কার্ডে মজারুর কোর্স কেনা যাবে। মজারুর ওয়েব ও অ্যাপের মাধ্যমে সর্বনিম্ন ৫ হাজার টাকার কোর্সে সর্বোচ্চ ১২ মাসের ইনস্টলমেন্ট সুবিধা পাওয়া যাবে। পেমেন্ট গেটওয়ে এসএসএল কমার্সের মাধ্যমে এই সুবিধা দিচ্ছে মজারু।
মজারুর ব্যবস্থাপনা পরিচালক আলাউদ্দীন ফারুকী প্রিন্স এ প্রসঙ্গে বলেন, বাংলাদেশে অন্যতম উদীয়মান এডটেক মজারু। যেখানে ৪ বছর বয়স থেকে ৬০ বছর- সবার জন্য কোর্স রয়েছে। দক্ষতা উন্নয়নের পাশাপাশি রয়েছে একাডেমিক, জব প্রিপারেশন ও ক্যাডেট ভর্তি প্রোগ্রাম। এসব কোর্সের মধ্যে বেশকিছু কোর্সের ফি ৫০০০ টাকার ওপরে। গ্রাহকদের সুবিধার কথা বিবেচনায় নিয়েই এসব কোর্সে ইএমআই সুবিধা চালু করা হয়েছে। কোর্সের মেয়াদ যাই হোক, গ্রাহকগণ সর্বোচ্চ এক বছরের কিস্তি সুবিধায় কোর্স কিনতে পারবেন।
যেসব কোর্সে এই সুবিধা পাওয়া যাবে: মিশন ক্যাডেট ’২৩, ক্যাডেট প্রিপারেশন এডভান্স, ম্যাথ চ্যাম্পস-কিডস, ম্যাথ চ্যাম্পস-প্রাইমারি, ম্যাথ চ্যাম্পস-জুনিয়র, স্মার্ট ইংলিশ ফর কিডস, স্মার্ট ইংলিশ ফর জুনিয়র্স, অ্যাবাকাস মাইন্ডম্যাথ এডভান্স এবং নবম শ্রেণির একাডেমিক প্রোগ্রাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইএমআই
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ