Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাই-ভাই দ্বন্দ্ব : কী ঘটছে শ্রীলঙ্কায়?

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২২, ১২:০৭ এএম

গণমাধ্যমের খবর বলছে শ্রীলঙ্কার ক্ষমতাসীন দলের দুই নেতা ও সহোদর মাহিন্দা রাজাপাকসে ও গোতাবায়া রাজাপাকসে দ্বদ্ব জড়িয়েছেন। আর সেই সঙ্ঘাতের কারণ নাকি মাহিন্দার প্রধানমন্ত্রীর পদ আঁকড়ে রাখার চেষ্টা। বড় ভাই মাহিন্দা পদত্যাগ করতে না চাওয়ায় নাকি ছোট ভাই গোতাবায়া ক্ষেপেছেন। তবে এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন, প্রধানমন্ত্রী মাহিন্দা। শ্রীলঙ্কান প্রধানমন্ত্রী বুধবার বলেছেন, তাদের মধ্যে কোনো রকমের দ্ব›দ্ব নেই এবং তার ভাই গোতাবায়া তাকে পদত্যাগ করতেও বলেননি। অর্থনৈতিক সঙ্কট মোকাবেলায় ব্যর্থ হওয়া শ্রীলঙ্কা জুড়ে রাজাপাকসে পরিবারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। বিরোধীরা মাহিন্দাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে নতুন মন্ত্রিপরিষদ গঠনের প্রস্তাব দিয়েছে। প্রেসিডেন্ট গোতাবায় সেই সর্বদলীয় মন্ত্রিপরিষদ গঠনে স্বীকৃতিও দিয়েছেন। গোতাবায়া আরও বলেছেন, ২২৫ সদস্যের পার্লামেন্টের যে দলের দখলে ১১৩ আসন থাকবে তাদের হাতে তিনি সরকারের ভার সমর্পণ করবে। তবে তাকে প্রেসিডেন্টের পদ থেকে সরানো যাবে না। গত সপ্তাহে মাহিন্দা বলেছেন, সর্বদলীয় সরকার গঠনে তার পদত্যাগের কোনো দরকার নেই। ভাইয়ের সাথে সম্পর্কের বিষয়ে সংবাদপত্র ডেইলি মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহিন্দা বলেন, ‘এটা সম্প‚র্ণ মিথ্যা। গোতাবায়া রাজাপাকসে প্রেসিডেন্ট। আমি তাকে প্রেসিডেন্ট হিসেবে সম্মান করি। সে আমার ছোট ভাই এটা পরের ব্যাপার। এটা আমদের ব্যক্তিগত সম্পর্ক।’ তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট আমাকে পদত্যাগ করতে বলেননি, আমার বিশ্বাস সে আমাকে কখনোই এমনটা বলবে না।’ আউটলুক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভাই-ভাই
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ