মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বৈশ্বিক জরুরি খাদ্য সহায়তায় প্রায় ৭০ কোটি ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির কৃষি বিভাগ ও আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক সংস্থা একসঙ্গে এ অর্থ বিতরণ করবে। বিশ্বব্যাপী খাদ্য সংকটের আশঙ্কার মধ্যেই দেশটির পক্ষ থেকে এমন ঘোষণা এল। বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জানা গেছে, জরুরি খাদ্য সহায়তার অংশ হিসেবে ইথিওপিয়া, কেনিয়া, সোমালিয়া, সুদান, দক্ষিণ সুদান ও ইয়েমেনে এ অর্থ বিতরণ করা হবে। মোট অর্থ সহায়তার প্রায় ৩০ কোটি ডলার আসবে বিল এমারসন মানবিক ট্রাস্ট থেকে। এদিকে ইউএসডিএ জানিয়েছে তারা অতিরিক্ত প্রায় ৪০ কোটি ডলার সরবরাহ করবে, যা পরিবহন, শিপিং ও অন্যান্য খরচ বাবদ ব্যবহার করা হবে। ইউএসএআইডি প্রশাসক সামান্থা পাওয়ার বলেছেন, ইউক্রেন যুদ্ধ বিশ্বকে একটি ভয়াবহ সংকটের দিকে নিয়ে যাচ্ছে। স¤প্রতি ইউক্রেন-রাশিয়ার চলমান যুদ্ধ পরিস্থিতিতে কিয়েভ সফরে যান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিøঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। এসময় ইউক্রেনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে আরও সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এই দুই কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের প্রতিশ্রুতি অনুযায়ী, লড়াই চালিয়ে যেতে আরও ৭০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা পাবে ইউক্রেন। ইউক্রেনকে ধারাবাহিকভাবে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে দেশটি। যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা এক মাস ধরে উত্তেজনা চলার পর গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। দুই মাসের বেশি সময় ধরে রাশিয়ার সেনাদের সঙ্গে ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর তীব্র লড়াই চলছে। দুই পক্ষের লড়াইয়ে বহু হতাহতের ঘটনা ঘটেছে দেশটিতে। জাতিসংঘের হিসাবে ইউক্রেন ছেড়ে পালিয়েছেন প্রায় ৫২ লাখ মানুষ। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।